আপনার মোবাইলের জন্য খুব সহজে বানিয়ে ফেলুন একটি ট্রাভেল চার্জার !

সবাই কেমন আছেন ? বর্তমানে প্রায় সবার হাতে হাতে মোবাইল ! কোনটার দাম একটু বেশি আবার কোনটার দাম একটু কম ! তবে মোবাইল যেরকম দামেরই হোক না কেন , চার্জ না থাকলে মোবাইল বন্ধ হয়ে যায় এই কথা আমরা সবাই জানি ! তবে চার্জ ফুরিয়ে গেলে আমরা চার্জ দিতে পারি ! কিন্তু ভাবুন তো যখন আপনি কোথাও দুই থেকে তিন দিনের জন্য ভ্রমন করতে যান তখন যদি চার্জ ফুরিয়ে যায় তখন কি করবেন ? ধরুন আপনি কোথাও পিকনিক করতে গেছেন , সেখানে যদি চার্জ ফুরিয়ে যায় তখন কি করবেন ? ওই সময় হয়তো আপনার ফোনে অনেক জরুলী কল আসতো , কিন্তু কিছুই করার ছিল না ! তবে এখন থেকে অনেক কিছুই করার আছে ! এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন !
  • যে কোন ওয়াটের দুই কিলোওহমের রেজিস্ট্যান্স একটি !
  • যে কোন ওয়াটের 220 ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • যে কোন কালারের ছোট LED একটি !
  • S8050 এই নাম্বারের ট্রানজিস্টর একটি !
  • যেকোন মানের রেকটিফায়ার ডায়োড একটি !
  • একটি 9 ভোল্টের Alkaline ব্যাটারী !
  • আপনার মোবাইল অনুযয়ী চার্জারের পিন একটি !
  • এবার চিত্রের মত করে সংযোগ দিন !
    TTC Tunes
    S8050 ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন !
    TTC Tunes
    তৈরী হয়ে গেল আপনার ট্রাভেল মোবাইল চার্জার !
    চার্জারে ভোল্টেজ প্রবেশ করালেই Led জ্বলে উঠবে এবং চার্জ হবে !
    TTC Tunes
    তবে যদি কারো মোবাইলে Not Charging লেখা দেখায় তাহলে 2 কিলোওহমের বদলে 1 কিলোওহমের রেজিস্ট্যান্স লাগাবেন !
    বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !

    Find us on Facebook

    Categories