MS Word-এ টেবিলে Auto নাম্বার দেওয়ার পদ্ধতি (নতুনদের জন্য)

আমরা সবাই MS Excel-এ অটো নাম্বার দিতে পারি।
কিন্তু আপনি কি জানেন MS Word-এ ও অটো নাম্বার দেওয়া যায়? চলুন শুরু করা যাক আজকের পর্ব কিভাবে MS Word-এ  Auto নাম্বার দেওয়া যায় তার নিয়ম।
প্রথমে MS Word-এ চালু করুন...
তারপর Insert মেনুতে ক্লিক করে নিজের ইচ্ছা মত রো অথবা কলাম নিন। নিচে আমি রো এবং কলাম নিয়ে একটি টেবিল তৈরি করলাম।
এবার Table-এর প্রথম কলামের প্রথম ঘরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করুন। Keybord থেকে Ctrl কী চেপে ফাংশন কী থেকে F9 কী চাপুন। দেখবেন টেবলের প্রথম ঘরে দুটি সেকেন্ড ব্র্যাকেট { } আসছে। ব্র্যাকেটের মধ্যে টাইপ করুন autonum যেমন {Autonum}
নিচে দেখুন।
এরপর ফাংশন কী থেকে F9 কী চাপুন। দেখবেন ১. আসছে। এরপর ১. লেখাটিকে Copy করুন। এবং টেবলের প্রথম কলামের ২য় ঘর থেকে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করুন। এবং Ctrl+V চেপে Past করুন। এরপর দেখা যাবে ১ থেকে  ৭ পর্যন্ত অটোমেটিক চলে এসেছে।  এরপর আরো Row add করে নাম্বার যোগ করতে চাইলে ১ থেকে ৭ থেকে যে কোন একটি  নাম্বার কপি করে নতুন Row তে Past করুন দেখবেন আবার ৮ থেকে অটোমেটিক নাম্বার  চলে এসেছে।

Find us on Facebook

Categories