সহজ উপায়ে বিজয় বাংলা টাইপিং

লিখন পদ্ধতির ঠিক কবে জন্ম হয়েছিল, তা সঠিক ভাবে জানা যায় না। তাই বিশ্বের নানা দেশে লিপির উদ্ধব নিয়ে নানা উপকথা প্রচলিত থাকলেও কম্পিউটারে বাংলা লেখার ইতিহাস খুবই স্পষ্ট। ধারনা করা হয় বিজয় এর সূত্রপাত না হলে কম্পিউটারে বাংলা লেখার ইতিহাস অন্যরকম হতে পারতো। ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর বিজয় এর প্রথম সংস্করণটি প্রকাশিত হয়। বর্তমানে কম্পিউটারে বাংলা লেখার জন্য সারা বিশ্বের বাঙ্গালীদের কাছে বিজয় অত্যন্ত জনপ্রিয়। এটি আমার প্রথম টিউন, তাই সহজ একটি টিউন করলাম পরবর্তীতে ওন্যান্য বিষয় নিয়ে টিউন করব তাই আপনাদের গুরুত্বপূর্ন  মন্তব্য আশাকরছি। প্রথম টিউন হিসেবে আমার অজান্তেই টিউনটিতে কিছু ভূল থাকতে পারে তাই আশা করছি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এ পর্যায়ে বিজয় ব্যাবহার করে কম্পিউটারে বাংলা লেখার পদ্ধতি আলোচনা করা হলো-
নিচের চিত্রটি লক্ষ্য করুন এটি বিজয় বাংলা কি-বোর্ড

বিজয় কিবোর্ড ব্যাবহার করে বাংলা লেখার পদ্ধতি

প্রথমে কম্পিউটারে বিজয় সফটওয়ারটি সঠিক ভাবে ইন্সটল করে নিন। ইন্সটল করতে সমস্যা হলে সফ্টওয়ার এর নির্দেশিকা দেখুন। যদি সঠিক ভাবে বিজয় ইন্সটল হয়ে থাকে তবে বাংলা লেখার সময় কিবোর্ড টি পরিবর্তন করে বিজয় এ রুপান্তর করে নিতে হবে। তবে তার আগে একটি বাংলা ফন্ট নির্বাচন করুন যেমন Sutonny MJ Font টি সিলেক্ট করুন। কিবোর্ড থেকে Ctr+Alt+B প্রেস করে কি বোর্ড পরিবর্তন করুন।

Find us on Facebook

Categories