যে ভাবে রিপেয়ার করবেন ওয়ার্ড ডকুমেন্টের কোরাপ্ট বা ড্যামেজ ফাইল
আমরা যারা লেখা লেখির কাজ করি কিংবা বিভিন্ন প্রকার কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। আর যারা এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি তারা কমবেশি একটি কমন প্রবলেমে পড়ি।
বিশেষ করে যখন কোন দরকারি ফাইল ড্যামেজ হয়ে যায় বা কোরাপ্ট হয়ে যায় তখন আর মাথা কাজ করে না। গুরুপ্তপূর্ন ফাইলটি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই সময়টায় আপনাকে কেমন লাগবে।
আর এই প্রবলেম থেকে রক্ষার পাওয়ার জন্য আমি আপনাদের সুন্দর সমাধান নিয়ে আসলাম।
প্রথম ধাপঃ
আপনার মাইক্রোসফট ওয়ার্ড খুলুন File এ ক্লিক করুন। সেখান থেকে Open File এ ক্লিক করুন ফাইল ওপেন হওয়ার জন্য একটি উইনডো আসবে সেখানে থেকে আপনার নষ্ট ফাইলটিকে দেখিয়ে দিন এবং Openবাটনের ডানপাশে এরো আইকনে ক্লিক করুন। সেখান থেকে Open and Repair
ক্লিক করলে আপনার ফাইলটি রিপেয়ার শুরু হবে।
দ্বিতীয় ধাপঃ
প্রথম ধাপের মত করে ওপেন অপশন আনুন সেখান থেকে Recovery Text from any file এ ক্লিক করুন।
এখন আপনার ফাইলটি রিকোভার শুরু হয়ে যাবে।
এছাড়ও আপনি থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে কোরাপ্ট বা ড্যামেজ ফাইলটিকে রিপেয়ার করতে পারবেন।
তিত্বীয় ধাপঃ
Repair My Word
Repair My Word দিয়ে আপনি আপনার নষ্ট কোরাপ্ট ফা্লটিকে রিপেয়ার করতে পারবেন। সফটওয়্যারটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ওপেন করলে নিচের মত উইনডো দেখতে পাব্নে।