KMPLayer থেকে বিরক্তিকর adds remove করুন একদম সহজ উপায়ে।

KMPLayer একটি জনপ্রিয় সফটওয়্যার । এর শেষ version গুলোতে একটু পরপর বামদিকে বিরক্তিকর অ্যাড আসে, সত্তিই বিরক্তিকর। এগুলো থেকে মুক্তি পেতে আমি আপনাদের সহজ উপায় স্ক্রিনশট এর মাধ্যমে বর্ণনা করব। 

adds at right side 

  1. প্রথমে kmplayer close করুন।
  2. C/windows/system32/drivers/etc   ফোল্ডার এ প্রবেশ করুন।
  3. hosts ফাইল এ right click করে properties এ যান।
  4. properties>security>edit>users>check all boxes to Allow.click OK and close it.
  5. এখন  hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন।
  6.     127.0.0.1 player.kmpmedia.net         1 থেকে t পর্যন্ত code টি কপি  করে notepad এর শেষ লাইন এ অ্যাড করুন।( হাতে টাইপ করলে player এর p এর আগে একটা স্পেইস দিতে ভুলবেননা )
  7. save and exit.

আপনার কাজ শেষ।নিচে স্ক্রিনশট দেখুন।


allow all
allow user controll

100% works

Find us on Facebook

Categories