KMPLayer থেকে বিরক্তিকর adds remove করুন একদম সহজ উপায়ে।
KMPLayer একটি জনপ্রিয় সফটওয়্যার । এর শেষ version গুলোতে একটু পরপর বামদিকে বিরক্তিকর অ্যাড আসে, সত্তিই বিরক্তিকর। এগুলো থেকে মুক্তি পেতে আমি আপনাদের সহজ উপায় স্ক্রিনশট এর মাধ্যমে বর্ণনা করব।
- প্রথমে kmplayer close করুন।
- C/windows/system32/drivers/etc ফোল্ডার এ প্রবেশ করুন।
- hosts ফাইল এ right click করে properties এ যান।
- properties>security>edit>users>check all boxes to Allow.click OK and close it.
- এখন hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন।
- 127.0.0.1 player.kmpmedia.net 1 থেকে t পর্যন্ত code টি কপি করে notepad এর শেষ লাইন এ অ্যাড করুন।( হাতে টাইপ করলে player এর p এর আগে একটা স্পেইস দিতে ভুলবেননা )
- save and exit.
আপনার কাজ শেষ।নিচে স্ক্রিনশট দেখুন।
allow user controll