আসুন সম্পাদনার কাজ করি (ভিডিও এডিটিং)

Basic Color Light
Electronic Media তে তিনটে কালার লাইট কে মেীলিক হিসেবে ধরা হয়।যেমন :
1.Red
2.Green
3.Blue
প্রত্যেকটি কালার লাইট এর নামের আদ্যক্ষর অনুযায়ী একসাথে সংক্ষেপে RGB বলা হয়।আলোর এই তিনটে রঙয়ের সর্বোচ্চ মান যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো সাদা।পক্ষান্তরে তিনটি রঙয়ের সর্বনিম্ন মান যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো কালো।
Complementary Color Light
আরও তিনটি রং Complementary Color Light হিসেবে।যেমন :
1.Cyan
2.Magenta
3.Yellow
এগুলোকে সংক্ষেপে CMY বলা হয়।এই তিনটি Complementary Color Light এর সর্বোচ্চ শতকরা মান যদি একসাথে মেলানো হয় তবে যে রঙটি পাওয়া যায় তা হলো কালো।পক্ষান্তরে এই তিনটির সর্বনিম্ন শতকরা যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো সাদা।এজন্যই Basic Color Light RGB কে Complementary Color Light CMY এর বিপরীত হিসেবে গন্য করা হয়।
Calulation of Color Light
Opposite Color Light
Red ------- Cyan
Green ------ Magenta
Blue ------ Yellow
Cyan ------ Red
Magenta ------ Green 
Yellow ------ Blue
Combination of Color Light
Red + Green = Yellow
Green + Blue = Cyan
Blue + Red = Magenta
Cyan + Magenta = Blue
Magenta + Yellow = Red
Yellow + Cyan = Green
Kelvin
আলোর বর্ণতাপ বা কালার লাইট পরিমাপ করার একক হলো কেলভিন।
আলোর কেলভিন যত বেশী হবে আলোর রঙ ততো নীলের দিকে যাবে।পক্ষান্তরে আলোর কেলভিন যত কম হবে আলোর রঙ ততো লালের দিকে যাবে।

Find us on Facebook

Categories