ইন্টারনেট এর ইতিহাস (The history of Internet)
আজকে আমরা যেই ব্যায়বীয় মাধ্যমের
দ্বারা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য
প্রান্তে সহজেই যোগাযোগ করতে
পারতেছি তার নাম হল, INTERNET।
প্রান্তে সহজেই যোগাযোগ করতে
পারতেছি তার নাম হল, INTERNET।
Internet যার পূর্ণরূপ Interconnected
Network
Network
ইন্টারনেট এর যদি সংজ্ঞা
দেওয়া হয় তবে এভাবে বলা যায়,
Internet connected হল “পরস্পর
অন্তরঙ্গভাবে বা নানা দিক দিয়ে
সংযুক্ত হওয়া বা করা” এবং Network
অর্থ জালের ন্যায় গঠিত বস্তু। এখানে
জাল বলতে Computer User দের বুঝানো
হয়েছে।
Internet এর একদম শুরু যদি ধরা হয় তাহলে
বলা যায় যারা এই System এর
চিন্তাধারক তারা নিজেরাও কল্পনা
করতে পারেনাই এটির মাধমে
পৃথিবীতে কি ধরনের বৈপ্লবিক
পরিবর্তন আসতে পারে।
দেওয়া হয় তবে এভাবে বলা যায়,
Internet connected হল “পরস্পর
অন্তরঙ্গভাবে বা নানা দিক দিয়ে
সংযুক্ত হওয়া বা করা” এবং Network
অর্থ জালের ন্যায় গঠিত বস্তু। এখানে
জাল বলতে Computer User দের বুঝানো
হয়েছে।
Internet এর একদম শুরু যদি ধরা হয় তাহলে
বলা যায় যারা এই System এর
চিন্তাধারক তারা নিজেরাও কল্পনা
করতে পারেনাই এটির মাধমে
পৃথিবীতে কি ধরনের বৈপ্লবিক
পরিবর্তন আসতে পারে।
১৯৫৭ সালে সোভিয়েত রাশিয়া
সর্বপ্রথম পৃথিবীতে কৃত্রিম উপগ্রহ
স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার
প্রতিক্রিয়া হিসাবে তাদের
প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধিনে
একটি প্রকল্প গঠন করেন যার নাম
দেওয়া হয় (ARPANET- Advanced Research
Projects Administration Network)।
সর্বপ্রথম পৃথিবীতে কৃত্রিম উপগ্রহ
স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার
প্রতিক্রিয়া হিসাবে তাদের
প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধিনে
একটি প্রকল্প গঠন করেন যার নাম
দেওয়া হয় (ARPANET- Advanced Research
Projects Administration Network)।
Department Of Defence Advanced Research
Projects Agency যাকে সংক্ষেপে ARPA
বলা হয়। এটি হল এই প্রতিরক্ষা
মন্ত্রণালয় এর একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ
সংস্থা যাদের কাজ মার্কিন
সামরিক বাহিনীর জন্য নিত্যনতুন
প্রযুক্তি আবিস্কার করা। এই সংস্থার
বিজ্ঞানীরা নিজেদের মধ্য তথ্য
লেনদেন ও যোগাযোগ করার জন্যই এই
ARPANET প্রকল্প চালু করেন।
Projects Agency যাকে সংক্ষেপে ARPA
বলা হয়। এটি হল এই প্রতিরক্ষা
মন্ত্রণালয় এর একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ
সংস্থা যাদের কাজ মার্কিন
সামরিক বাহিনীর জন্য নিত্যনতুন
প্রযুক্তি আবিস্কার করা। এই সংস্থার
বিজ্ঞানীরা নিজেদের মধ্য তথ্য
লেনদেন ও যোগাযোগ করার জন্যই এই
ARPANET প্রকল্প চালু করেন।
১৯৬৮ সালে ARPANET প্রকল্প যাত্রা
শুরু করে এবং সাফল্য অর্জনে সক্ষম হয়।
এরপর ১৯৬৯ সালে যুক্তরাস্ট্রের
লসএঞ্জেলস এর উকলা লাবরেটরিতে
ARPANET এর মাধ্যমে বিশেষ
ব্যাবস্থায় প্রথম COMPUTER যোগাযোগ
স্থাপন করা হয় । এরপর ৫ ডিসেম্বর
মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি
গবেষনা প্রকল্পের আওতায়
লসএঞ্জেলস, মেনলো পার্ক, সান্তা
বারবারা ও উটাই বিশ্ববিদ্যালয়ে
চারটি COMPUTER কে NETWORK এর
আওতায় এনে ARPANET এর অফিসিয়াল
ভাবে উদ্ভাবনী ঘোষণা করে।
প্রাথমিক অবস্থায় গবেষনা প্রতিষ্ঠান
ও বিশ্ববিদ্যালয় এর জন্য উন্মুক্ত ছিল।
কিন্তু সে ব্যাবস্থা বেশি দিন স্থায়ী
হয়নি। ১৯৮২ সালে বিভিন্ন NETWORK
এর মধ্য সংযোগের উপযোগী INTERNET
PROTOCOL TCP/IP উদ্ভাবনের সাথে
INTERNET শব্দটি চালু হয়। ১৯৮৩ সালে
ARPANET এ TCP/IP ব্যাবহার শুরু হয়।
তারপর শুরু হয় ইন্টারনেট এর সোনালি
যুগ।
শুরু করে এবং সাফল্য অর্জনে সক্ষম হয়।
এরপর ১৯৬৯ সালে যুক্তরাস্ট্রের
লসএঞ্জেলস এর উকলা লাবরেটরিতে
ARPANET এর মাধ্যমে বিশেষ
ব্যাবস্থায় প্রথম COMPUTER যোগাযোগ
স্থাপন করা হয় । এরপর ৫ ডিসেম্বর
মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি
গবেষনা প্রকল্পের আওতায়
লসএঞ্জেলস, মেনলো পার্ক, সান্তা
বারবারা ও উটাই বিশ্ববিদ্যালয়ে
চারটি COMPUTER কে NETWORK এর
আওতায় এনে ARPANET এর অফিসিয়াল
ভাবে উদ্ভাবনী ঘোষণা করে।
প্রাথমিক অবস্থায় গবেষনা প্রতিষ্ঠান
ও বিশ্ববিদ্যালয় এর জন্য উন্মুক্ত ছিল।
কিন্তু সে ব্যাবস্থা বেশি দিন স্থায়ী
হয়নি। ১৯৮২ সালে বিভিন্ন NETWORK
এর মধ্য সংযোগের উপযোগী INTERNET
PROTOCOL TCP/IP উদ্ভাবনের সাথে
INTERNET শব্দটি চালু হয়। ১৯৮৩ সালে
ARPANET এ TCP/IP ব্যাবহার শুরু হয়।
তারপর শুরু হয় ইন্টারনেট এর সোনালি
যুগ।
পুনরায় মার্কিন যুক্তরাস্ট্রেই (NSFNET-
National Science Foundation Network)
প্রতিষ্ঠা হয়। যার ফলে ARPANET এর
ব্যাবহার কমে যায়। এবং বিভিন্ন
গবেষনা প্রতিষ্ঠান NETWORK উন্নয়নে
শরিক হয়।
অবশেষে ১৯৯০ সালে ARPANET এর
কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি
INTERNET নামে পরিচিতি পায়।
National Science Foundation Network)
প্রতিষ্ঠা হয়। যার ফলে ARPANET এর
ব্যাবহার কমে যায়। এবং বিভিন্ন
গবেষনা প্রতিষ্ঠান NETWORK উন্নয়নে
শরিক হয়।
অবশেষে ১৯৯০ সালে ARPANET এর
কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি
INTERNET নামে পরিচিতি পায়।
১৯৯১ সালে ISP(Internet Service Provider)
চালুর ফলে সকলের জন্য INTERNET ব্যাবহারের সুযোগ সৃষ্টি হয়।
বাংলাদেশে সর্ব প্রথম Internet চালু হয়
৪ জুন ১৯৯৬ সালে। তখন Bangladesh
Telegraph and Telephone Board (BTTB) দুটি
Internet Service Providers (ISPs).
লাইসেন্স দেয়। ২০০৫ সাল নাগাদ
১৫০-১৮০টির মত ISP registered হয়, যা
বর্তমানে BTRC অধীনে।
২০০৬ সালে SEA-ME-WE 4 প্রজেক্ট এর
মাধ্যমে কক্সবাজার দিয়ে
সাবমারিন optic fiber এর কানেকশন
আসে, যা পরবর্তীতে ২০০৮ সালে
Bangladesh Submarine Cable Company
Limited (BSCCL) এ রূপান্তরিত হয়। এখন,
INTERNET সেবা যাদের মাধ্যমে
পেয়ে থাকি তারা হল,
চালুর ফলে সকলের জন্য INTERNET ব্যাবহারের সুযোগ সৃষ্টি হয়।
বাংলাদেশে সর্ব প্রথম Internet চালু হয়
৪ জুন ১৯৯৬ সালে। তখন Bangladesh
Telegraph and Telephone Board (BTTB) দুটি
Internet Service Providers (ISPs).
লাইসেন্স দেয়। ২০০৫ সাল নাগাদ
১৫০-১৮০টির মত ISP registered হয়, যা
বর্তমানে BTRC অধীনে।
২০০৬ সালে SEA-ME-WE 4 প্রজেক্ট এর
মাধ্যমে কক্সবাজার দিয়ে
সাবমারিন optic fiber এর কানেকশন
আসে, যা পরবর্তীতে ২০০৮ সালে
Bangladesh Submarine Cable Company
Limited (BSCCL) এ রূপান্তরিত হয়। এখন,
INTERNET সেবা যাদের মাধ্যমে
পেয়ে থাকি তারা হল,
১)Mobile Operator
2) Broadband
3) Wimax
এভাবে INTERNET এর প্রবর্তন এবং
আমাদের দেশে এর প্রবর্তন হয়।
এভাবে INTERNET এর প্রবর্তন এবং
আমাদের দেশে এর প্রবর্তন হয়।