ফটোশপ এর যাদু [পর্ব-২২]

ফটোশপ এর যাদু [পর্ব-২২]

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব ফটোশপে কিভাবে রংচংয়ে লেখা তৈরী করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক...... 
প্রথমে ফটোশপ চালু করুন...
তারপর  Menu বার থেকে File>New তে ক্লিক করুন, তাহলে New একটা ডায়ালগ বক্স আসবে নিচের মত মান বসিয়ে OK করুন... (সুবিধামত সাইজ ও নিতে পারেন)

এবার টুলবার থেকে কালো রং নির্বাচন করে কিবোর্ডে Alt + BackSpace চাপুন অথবা মেনুবার থেকে Edit>Fill ক্লিক করুন তারপর একটা ডায়ালগ বক্স আসবে, নিচের দেখানো মত ক্লিক করে OK করুন...

তাহলে আমাদের সাদা পেজটা কালো রং দ্বারা ভরাট হবে, নিচে দেখুন...

এখন টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করে কিছু লেখুন। (প্রযুক্তির সুরে) নিচে দেখুন...

Keybord থেকে CTRL কী চেপে ধরে লেয়ার এর লেখার উপর ক্লিক করুন তাহলে লেখা সিলেকশন হবে নিচের মত...

এখন আবার টুলবার থেকে Brush Tool সিলেক্ট করে লেখার উপর একটি ক্লিক করুন তাহলে নিচে মত একটি বক্স আসলে Ok করুন...

এবার নিজের ইচ্ছামত কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে লেখার উপর কালার দিন। নিচের মত...

লেখার সিলেকশন বাদ দিতে হলে মেনুবার থেকে Select>Deselect ক্লিক করুন তাহলে লেখার সিলেকশন বাদ হয়ে যাবে।
পরিশেষে File>Save AS ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন...

Find us on Facebook

Categories