ফটোশপ এর যাদু [পর্ব-২১]

ফটোশপ এর যাদু [পর্ব-২১]

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এডোবি ফটোশপে করা গুরুত্বপূর্ন অনেকগুলো PSD ফাইল, আমরা অনেক সময় ডিজাইন তৈরি করতে আমাদের এই PSD ফাইলগুলো কাজে আসবে সে চিন্তা করে সকলের মাঝে শেয়ার করলাম।

PSD ফাইল গুলো পেতে হলে আপনাকে এখান থেকে মাত্র ২৫.৬ মেগাবাইটের ফটোশপের PSD ফাইল গুলো ডাউনলোড করে নিন। rar ফাইল Extract করুন পেয়ে যাবেন ফটোশপের গুরুত্বপূর্ন PSD ফাইল । এবার আপনি নিজে নিজে ডিজাইন করুন PSD ফাইল গুলো দিয়ে ।

সব PSD File গুলো আলাদা আলাদা লেয়ার এ দেওয়া আছে, তাই কাজ করতে কোন অসুবিধা হবে না।

অনেকের কাছে ফাইল PSD File গুলো থাকতে পারে, যাদের নেই তাদের জন্য দিলাম।

Find us on Facebook

Categories