ফটোশপ এর যাদু [পর্ব-২৩]

ফটোশপ এর যাদু [পর্ব-২৩]

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এডোবি ফটোশপে করা গুরুত্বপূর্ন অনেকগুলো PSD ফটো ফ্রেম, আমরা অনেক সময় আমাদের/কাস্টমারের ছবি মধ্যে  ফটো ফ্রেম লাগাতে এই PSD ফটো ফ্রেম অবশ্যই কাজে আসবে সে চিন্তা করে সকলের মাঝে শেয়ার করলাম।

PSD ফটো ফ্রেম গুলো পেতে হলে আপনাকে এখান থেকে মাত্র ৬.৫০ মেগাবাইটের ফটোশপের PSD ফটো ফ্রেম গুলো ডাউনলোড করে নিন। rar ফাইল Extract করুন পেয়ে যাবেন ফটোশপের গুরুত্বপূর্ন PSD ফটো ফ্রেম । এবার আপনি নিজে নিজেই আপনার/ কাস্টমারের ছবির কাজ করুন PSD ফটো ফ্রেম গুলো দিয়ে ।

সব PSD ফটো ফ্রেম গুলো আলাদা আলাদা লেয়ার এ দেওয়া আছে, তাই কাজ করতে কোন অসুবিধা হবে না।

PSD ফটো ফ্রেম গুলো ছবিতে লাগানোর নিয়ম ।।
যে ছবির মধ্যে PSD ফটো ফ্রেম লাগাবেন প্রথমে ছবি এবং PSD ফটো ফ্রেম ফটোশপে ওপেন করুন নিচে আমার মত ...

এবার টুলবার থেকে Move Tool সিলেক্ট করে PSD ফটো ফ্রেমটা কে টেনে ছবির উপর ছেড়ে দিন, নিচে আমার মত...

পরিশেষে File>Save AS ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন...

Find us on Facebook

Categories