ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৯] ::

  FM ট্রান্সমিটার তৈয়ার করুন খুব সহজে অল্প খরচে
undefined
সার্কিটটিতে মাত্র দুইটি ট্রান্জেষ্ট ব্যবহার করা হয়েছে।
ছয়টি কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।
ছয়টি কেপাসিটর ব্যবহার করা হয়েছে।
একটি ট্রিমর ও একটি মাক্রফোন ব্যবহার করা হয়েছে।
undefined
L1,L2 এখানে দুইটি কয়েল ব্যবহার করা হয়েছে।
L1,18 নাম্বার তার, তিনটি পেচ দিবেন এবং
L2,18 নাম্বার, তার দুইটি পেচ দিবেন।
কয়েল গুলি তৈয়ার করার জন্য ইকোনু কলমের
উপর তার পেচিয়ে কয়েল গুলি তৈয়ার করলেই ভাল হয়।
কয়েল গুলি এমন ভাবে পেচাবেন কয়েলের তারের মধ্য যেন
ফাকা না থাকে। সাপ্লাই ভোল্ট হিসেবে 9V দিবেন।

Find us on Facebook

Categories