ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১০] ::

 ডিজিটাল সিষ্টেমে ব্যাটারী চার্য করুন অল্প কয়েকটি পার্সদিয়ে
আজ আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়
একটি সারকিট দেখাব। আমরা অনেকেই ব্যাটারি চার্যার হয়ত
নিজের হাতে তৈয়ার করেছি কিন্তু আজ আমি যে চার্যারটি
আপনাদেরকে উপহার দিব এই চার্যারটি একটু ভিন্ন রকম।
এই চার্যারটিতে অতিরিক্ত কয়েকটি সিষ্টেম দেয়া হয়েছে
যেমন আমরা যে কোন চার্যার দিয়ে ব্যাটারি চার্য করি যখন
ব্যাটারি ফুল চার্য হয়ে যায় সাথে সাথে চার্যার থেকে ব্যাটারিটি
খুলেফেলি কারন ব্যাটারিটি অতিরিক্ত চার্য হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
আজকের এই সরকিটটিতে অটো সিষ্টেম দেয়া হয়েছে
ব্যাটারি যখনি ফুলচার্য হবে সারকিটে লাগানু রিলের সুইচটি
অফ হয়ে যাবে ফলে ব্যাটারিটি চার্য দেয়া বন্ধ করে দিবে।
আবার যখনি ব্যাটারিটির চার্য কমে আসবে তখনি অটোমেটিক
সিষ্টেমে  রিলে সুইচটি চালু হয়ে ব্যাটারিটিতে চার্য দেয়া
শুরু করবে ।

Find us on Facebook

Categories