ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৫]

বিদ্যুৎ এর সমস্যা যে সকল এলাকায় বেশী তাদের জন্য 
বাংলাদেশের বর্তমানে বিদ্যুতের যে অবস্তা আশাকরি এই টিউনসটি সকলেরেই কাজে লাগবে। যদি একটুক মনো যোগ সহকারে সার্কিটটি দেখেন তাহলে আমার মনে হয় সখলেই তৈরি করতে পারবেন। অটোমেটিক ইমারজেন্সি লাইট। যখন বিদ্যুৎ থাকবে লাইটি অটো সিষ্টেমে অফ হয়ে থাকবে, আবার বিদ্যুৎ চলে যাবার সাথে সাথে জ্বলে উঠবে।ট বাজারে অনেক ধরনের LED বাল্ব কিনতে পাওয়া যায়। কম দামের মধ্যে পাথর বাল্ব গুলি বেশী আলো দেয়। নিজের হাতে তৈরি করলে পাথর বাল্ব দিয়ে তৈরি করলেই ভাল হয়। আপনি যদি সঠিক ভাবে সার্কিটটি তৈয়ার করেন, বাল্ব কানেকশন যদি সঠিক ভাবে লাগাতে না পারেন তা হলে কিন্তু সারকিটটি কাজ করবে না ।
আসুন এবার LED বাল্ব এর সাথে সামান্য পরিচিত হয়ে নেই। প্রতিটি LED বাল্ব এর পুলারেটি রয়েছে + এবং - এজন্যই প্রথমে আমাদের কে

LED বাল্ব এর পা গুলী ভাল করে চিনতে হবে।

এখানে LED বাল্ব এর তিনটি চিত্র দেখানো হয়েছে,  চিত্রটি দেখে যে সখল বন্ধুরা বুঝতে পারেন নাই
আসুন আপনারা আমার সাথে নিচের চিত্রটি দেখি
LED বাল্বটি দেখতে ঠিক এরকম একটি পা লম্বা এবং অপরটি ছোট, লম্বা পাটি (+) প্রোজিটিভ অপরটি ( -) নেগেটিভ। যদি পা দুটি সমান লম্বা থাকে তখন +এবং - কি ভাবে বুঝব
এবারে আসুন নিচের চিত্র টি দেখি
এই চিত্র টিতে বাল্ব এর ভিতরের অংশ টুকু দেখুন একটি বড় প্লেইট অপরটি ছোট, বড় প্লেইট অর্থাৎ যে প্লেইটিতে পিলামেন্ট বসানো থাকে এটা হল ( -) বা নেগেটিভ যদি LED বাল্বটি রঙিন হয় , ভিতরে অংশ টুকু না দেখা যায় তা হলে  + অথবা -  কি
ভাবে বুঝব এবারে আসুন নিচের চিত্রটি দেখি
সবুজ তীর দিয়ে যে অংশ টুকু দেখানু হয়েছে এই অংশ টুকু ভাল করে লক্ষ্য করুন রাউনড ভিটটি এক পাশে কাটা রয়েছে , আসুন আর একটি চিত্র দেখি  তাহলে সহজেই বুঝতে পারবেন।
কাটা অংশ টি নেগেটিভ অপটি প্রোজেটিভ আশাকরি LED বাল্ব এর গুলির চিনতে আর কোন সমস্যা হবে না সারকিট ডায়গ্রামে যখন রেক্টিফায়ার  ডায়ড, এবং LED বাতী থাকে তখন আমরা কি ভাবে বুঝব কোনটি ডায়ড আর কোনটি LED কারন চিত্রে দেখতে দুটাই একেই রকম।
এবারে আসুন চিত্রটি দেখি
ভাল করে লক্ষ্য করুন ডাইয়ড এবং LED বাতীটি চিত্রে একেই রকম । যে চিত্রটির উপরে দুইটি তীর চিহ্ন থাকবে আমরা বুঝে নিব এটাই হল LED বাল্ব। LED বাল্ব নিয়ে কথা বলতে আর ভাল লাগতেছেনা আসুন সামনে আগাই
এগুলী হল সাদা LED বাল্ব। সাদা LED বাল্ব এর মধ্য দুই কালারের আলো হয় যেমন টিউব লাইট এর আলোর  মত দেখতে
অপরটি 100w বা 60w ক্লিয়ার বাল্ব এর মত দেখতে। আপনার পছন্দ মত  বাল্ব কিনে নিন এবারে আসুন পাথর বাল্ব গুলী দেখি=
পাথর বাল্ব নরমাল বাল্বের চাইতে আলো অনেক বেশী । LED সব বল্ব দিয়ে সারকিটের সাথে পেরালাল কানেকশ করা যায় এবং শীরিজ কানেকশন করা যায় ।
পেরালাল কানেকশন সহজ সবাই করতে পারে কিন্তু শিরিজ কানেকশ সবাই পাড়েনা তাই আসুন শিরিজ কানেকশনটি দেখি
সব LED বাল্ব অথবা পাথর বাল্বের শিরিজ কানেকশন একেই রকম চিত্র অনুযায়ি কানেকশন করবে।
আসুন আজকের সারকিটটের পার্স গুলী দেখেনেই
1Kরেজিষ্টর দুইটি 100 ওহুমস একটি 10 ওহুমস একি।
TIP122অথবা TIP 121 অথবা TIP120 যে কোন একটি নাম্বার হলেই চলবে সারকিটটিতে দুইটি ট্রান্জেষ্ট ব্যাবহার করা হয়েছে অপরটি নাম্বার BC 547
এটি হল একটি ইলেক্ট্রলাইটি কেপাসিটর যার মান এবং ভোল্ট  গায়ে লিখা আছে।
এটি হল 6VOL ব্যাটারী যা বাজারে কিনতে পাউয়া যায় 280 থেকে 300 টাকা হতে পারে।
এটি হল মূল সারকিটটি এখানে সব বাল্ব গুলী পেরালাল কানেকশন  করা হয়েছে এই সারকিটটি দেখে যাদে বুঝতে সমস্যা হয় আসুন আর একটুক সহজ করে দেই নিচের সারকিটটি দেখুন=
উপরের সারিতে চারটি ডায়ড ব্যাবহার করা হয়েছে এজন্যই আপনার পছন্দ মত আলো বাড়াতে এবং কমাতে পারবেন।
এবার দেখুনত সবাই বুঝতে পারেন কি না।  রাত্র গভীর হয়েছে  আজকের মত এখানেই বিদায় নিলাম
আল্লাহ হাফেজ =মোঃসেন্টু খান কিশোরগন্জ বাংলাদেশ।

Find us on Facebook

Categories