ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৪]

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৪] :: খুব সহজে নিজের নাম লিখুন এবার ডিজিটাল সিষ্টেমে।

এই ছুট সার্কিটটি দিয়ে আপনি বেশ কয়েকটি LED বাতী ঝুনাকি পুকার মত নিবা জ্বলা করাতে পারবেন, ইচ্ছে করলে ছুট করে আপনার নাম লিখতে পারবেন।
আবার আপনার বন্ধু এবং আপনার নামের প্রথম দুই টি   অক্ষরের মধ্য কানে  + দিয়ে নিবা জ্বলা করাতে পারেন।
খুব ছুট একটি সার্কিট এর মাধ্যমে আপনি ও পারেন এমন একটি সুন্দর প্রজেক্ট তৈয়ার করতে।
এ ভাবে আপনিও পারেন LED বাতী দিয়ে আপনার নিজের নাম লিখতে এ ছাড়া ও LED বাতী গুলিকে বিভিন্ন ভাবে সাজিয়ে
বিভিন্ন ডিজাইন করতে পারেন  যেমন=
এ ভাবে ও বাল্ব গুলিকে সাজাতে পারেন। নিজের নাম ও বিভিন্ন  ডিজাইন করতে পারেন।
এ ভাবে ও নামের ডিজান করতে পারেন।  আসুন এবার ছুট সার্কিটটি দেখি
  • রেজিষ্টর=68k দুইটি
  • রেজিষ্টর=120 ওহুমস দুইটি
  • ইলেক্ট্রলাইটিক কেপাসিটর=10mf/16v দুইটি
  • ট্রান্জেষ্টর=c828 অথবা c1815 দুইটি
  • বলে রাখা ভাল যদি বেশী LED বাতী লাগাতে ছান তাহলে ট্রান্জেষ্টর D880 লাগাবেন এবং রেজিষ্টর গুলি 2W লাগাবেন।
মাত্র দুইটি ট্রানজেষ্টর চারটি রেজিষ্টর দুইটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর হয়ে গেল আপনার সার্কিট। সার্কিটটিতে DC 6V থেকে 9V সাপ্লাই ভোল্ট দিবেন।
বিঃদ্রঃ= এখানে ইলেক্ট্রলাইটিক কেপাসিটর এর মান দেওয়া হয়নি কারণ ঊপরে দেয়া বাল্ব গুলি জ্বলা নিবা স্পিট সব গুলি সমান না কোনটি বেশী আবার কোনটি কম এর কারণ হল এই কেপাসিটর এর মানের উপর নির্ভর করে 10mf/16v কমন এর চাইতে বেশী মান লাগালে বাতী গুলির স্পীড কমে যাবে। এর চাইতে মান কম লাগালে বাতী গুলীর স্পীড বেড়ে যাব।

Find us on Facebook

Categories