এবার অ্যান্ড্রয়েড এ ফাইল Transfer করুন 40 MBPS Spreed এ। আর কতকাল Shareit এর ৩ MBPS Spreed নিয়ে সন্তুষ্ট থাকবেন। দৃষ্টিভঙ্গি বদলান ভাই
ট্রান্সফার সফটওয়্যার এর সাথে। যা দিয়ে আপনি সর্বচ্চ ৪০ মেগাবাইটের মত স্প্রীড পাবেন।
Apps টির নাম হচ্ছে Super Beam

ফাইল Sender এবং reciver দুজনের ফোনেই অ্যাপটি ইন্সটল দেওয়া থাকতে হবে।
এবার আগের সিস্টেম এ ফাইল সেন্ড করুন
এবার যিনি ফাইলগুলো তার নিজের ফোনে নিবেন তার ফোনে SuperBeam Scanner অ্যাপটি চালু করুন।
অ্যাপটি চালু হলে আপনার ফোনের ক্যামেরা দেখাবে। এবার যিনি ফাইল সেন্ড করেছেন তার ফোনে দেখানো QR কোডের উপর ক্যামেরাটি ধরুন।
কাজ শেষ ২ সেকেন্ড এর মধ্যে ফাইল ট্র্যান্স ফার শুরু হয়ে যাবে