Android ব্যবহারকারিরা নিয়ে নিন বাছাই করা ৭ টি সফটওয়্যার।
পছন্দের কিছু সফটওয়্যার শেয়ার করবো যা আপনাদের অবশ্যই ভাল লাগবে আশা করি।চলুন দেখে নিন কি কি আপনাদের সাথে শেয়ার করবো।।
Cleaner Pro
আপনার স্মার্টফোনে নানা রকম জাঙ্ক ফাইল জমে আপনার ফোনকে স্লো করে ফেলে।। জার ফলে আপনি আপনার ফোনের সঠিক Peformance উপভোগ করতে পারেন না। এই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনি আপনার ফোনের সব রকমের অপ্রয়োজনীয় ফাইল ক্লিন ও Manage করতে পারবেন। স্ক্রীনসট দেখলেই বুঝে যাবেন এটি আপনাদের কতটা দরকার।।
আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

Walkman
আমার জানা মতে এটার চেয়ে ভাল কোন মিউজিক প্লেয়ার হয়না।। অসম্ভব সুন্দর যার সকল ইন্টারফেস অবশ্যই আপনার নজর কারবে। এটি মুলত Sony ফোনে ব্যবহার করা হয়।। আমার খুবই পছন্দের একটি অ্যাপ।। আমি sure হয়ে বলতে পারি এর চেয়ে ভাল কোন মিউজিক প্লেয়ার আপনি কোথাও পাবেন না


আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

BD TV Channels
এটি খুব ছোটো একটি সফটওয়্যার যা দিয়ে আপনি বাংলাদেশের সব কয়টি জনপ্রিয় টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।। এটিতে খুব কম মেগা কাটবে খুবই কম মাত্র ১ এমবি খরচ করে আপনি দুই মিনিট টিভি দেখতে পারবেন

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

Air Control
এটি ব্যবহার করলে আপনার ফোনের সব কন্ট্রোল আপনার সেন্সর এর সাহায্যে করতে পারবেন। যেমন মিউজিক প্লে, পরিবর্তন, Pause এছাড়াও আপনার গ্যালারি ইমেজ পরিবর্তন করতে পারবেন। এটি শুধুমাত্র আপনার ফোনে Proximiti Sensor থাকলেই কাজ করবে।
আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

Adway
আপনার ফোনে যত ফ্রী সফটওয়্যার আছে তার সকল অ্যাড ব্লক করতে নিয়ে নিন এই অ্যাপ টি।। আজ থেকে আপনার ফোনে কোন অ্যাড শো করবে না।।

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

Camera Assistant
এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি পিকচার থেকে খুব সহযেই কোন লেখা কপি করতে পারবেন।। জাস্ট ছবি তুলবেন সফটওয়্যারটি দিয়ে স্কান করবেন কাজ শেষ এবার আপনার ছবি লেখায় রুপান্তর হয়ে যাবে। আভাবে আপনি আপনার মূল্যবান জিনিস খুব সহজেই সংরক্ষন করতে পারবেন।।
আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

Internet Booster
এটি আপনার ফোনের অতি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার।। সাধারণত আমরা যখন নেট ব্যবহার করি তখন বিভিন্ন সফটওয়্যার নেট কানেক্ট করে আপনার মূল্যবান
এমবি খেয়ে নেয় যার ফলে আপনি আপনার সঠিক ইন্টারনেট স্প্রীড থেকে বঞ্চিত হন।। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে সফটওয়্যার টি ডাউনলোড করে সুধু Boost এ ক্লিক করলেই হয়ে যাবে
আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন
