ওয়েব হোস্টিং প্রাথমিক ধারণা ও কিছু নির্ভরযোগ্য ফ্রী ওয়েব হোস্টিং পরিচিতি

যাই হোক আজ আমি আপনাদের ওয়েব হোস্টিং এর একটু প্রাথমিক ধারণা দিব ও কিছু নির্ভরযোগ্য ফ্রী ওয়েব হোস্টিং এর সাথে পরিচিত করে দিব।
প্রথমে জানা যাক ওয়েব হোস্টিং কি?
আমাদের ওয়েবসাইটকে ইন্টারনেট এর মাধ্যমে সবার কাছে উপস্থাপিত করার একটা মাধ্যম। আমরা যেমন আমাদের প্রয়োজনীয় ফাইলগুলি আমাদের কম্পিউটারে রাখি, ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটের প্রয়োজনীয় ফাইলগুলি, ছবি, ডাটা যেখানে রাখলে পৃথিবীর যেকোন স্থান থেকে যেকেউ সেগুলি দেখতে ও প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবে এই ব্যবস্থাই হল ওয়েব হোস্টিং আর ঐ জিনিসটাকে বলে ওয়েব হোস্টিং সার্ভার। এটা ছাড়া আসলে কোন ওয়েবসাইট কল্পনাই করা যাই নাহ। তাই আমরা যারা ওয়েবসাইট নিয়া কাজ করি তাদের এই বিষয়ে ভাল জ্ঞান থাকা উচিত। সব থেকে বড় বেপার হল কোন জামেলা ছাড়া ওয়েব হোস্টিং সার্ভার সব সময়ে চালু থাকতে হবে।
প্রথমে জানা যাক ওয়েব হোস্টিং প্রধানত কত প্রকার হয়ঃ
১। ফ্রী ওয়েব হোস্টিং
২। শেয়ার ওয়েব হোস্টিং
৩। রিসেলার ওয়েব হোস্টিং
৪। ভার্চুয়াল ডেডিকেটেড ওয়েব হোস্টিং (যেটা আমরা ডেডিকেটেড ওয়েব হোস্টিং মনে করে ব্যবহার করি)
৫। ডেডিকেটেড ওয়েব হোস্টিং
৬। ম্যানেজড ওয়েব হোস্টিং (যেটা আমরা শেয়ার ওয়েব হোস্টিং মনে করে ব্যবহার করি)
৭। ক্লাউড ওয়েব হোস্টিং
এবং আর ও কিছু প্রকার আছে।
ফ্রী ওয়েব হোস্টিং-
সাধারনত বিজ্ঞাপন দ্বারা সমর্থিত সীমিত পরিষেবার সঙ্গে বিভিন্ন সংস্থা ফ্রী ওয়েব হোস্টিং প্রদান করে থাকে যা প্রদত্ত হোস্টিং তুলনায় প্রায়ই অনেক সীমাবদ্ধ। কিন্তু প্রদত্ত হোস্টিং প্রতি মাসে একটা ফী প্রদান করতে হয় যেটা আমাদের অনেকের জন্যই অনেকটা অসুবিধার। তাছাড়া অনেক সময়ে আমাদের ছোট খাটো কাজের জন্য ফ্রী ওয়েব হোস্টিং দরকার হয়। তাই আজ আমি আপনাদের কিছু নির্ভরযোগ্য ফ্রী ওয়েব হোস্টিং এর সাথে পরিচিত করে দিব।
ফ্রী ওয়েব হোস্টিং এর অসুবিধাগুলিঃ
১। বিজ্ঞাপন দ্বারা সমর্থিত।
২। সীমিত Disk Space।
৩। সীমিত Data Transfer।
৪। MySQL Databases নাই।
৫। পিএইচপি Support নাই।
৬। Web Mail (Email Accounts)/IMAP Support নাই।
৭। Autoinstaller (WordPress, Jooomla, osCommerce ইত্যাদি) নাই।
আজ আমি যে দুটি ফ্রী ওয়েব হোস্টিং এর সাথে আপনাদের পরিচিত করে দিব, সেগুলি উপরের সবগুলি অসুবিধা মুক্ত। আশা করি আপনাদের কাজে লাগবে।
১। iHosting24 (ফ্রী ম্যানেজড ওয়েব হোস্টিং)
-১.৫জিবি জায়গা আর সব থেকে বড় সুবিধাগুলি হল WordPress, Jooomla, osCommerce সহ প্রায় সকল Autoinstaller আছে।
২। 000webhost
-১.৫জিবি জায়গা আর WordPress, Jooomla, osCommerce আছে বলে কিন্ত আমি install করতে পারি নাই।
৩। iHosting (ফ্রী রিসেলার ওয়েব হোস্টিং)
-১০জিবি প্রতি ডোমেইন জায়গা, অনন্য প্রশাসক কন্ট্রোল প্যানেল, অনন্য ক্লায়েন্ট কন্ট্রোল প্যানেল, ডেস্ক সাহায্য, পেমেন্ট গেটওয়ে অটোমেশন, এবং আরো অনেক কিছু সহ রিসেলিং সুবিধা আছে আর সব থেকে বড় অসুবিধা হল ফ্রী ডোমেইন যেমন .tk হোস্টিং করা যাই না।
আশা করি iHosting24 নিয়ে আগামীতে সম্পূর্ণ কনফিগারেশন সহ আরও বিস্তারিত আলোচনা করব।
এই ফ্রী ওয়েব হোস্টিং গুলারর প্রধান প্রধান সুবিধাসমূহঃ
১। Disk Space ১০জিবি পর্যন্ত।
২। Data Transfer প্রতি মাস ১০০জিবি পর্যন্ত।
৩। Max Visitors প্রতি দিন ১০,০০০ পর্যন্ত।
৪। MySQL Databases আছে।
৫। পিএইচপি Support আছে।
৬। Web Mail (Email Accounts)/IMAP Support আছে।
৭। WordPress, Jooomla, osCommerce সহ প্রায় সকল Autoinstaller আছে।

Related Posts:

  • New Features for Windows 8 New Features for Windows 8 By now you probably know that the new Windows 8 operating system from Microsoft was built to compliment touch-e… Read More
  • PC Troubleshooting Tips Why is My PC Crashing? Nothing can put a damper on productivity quite like a computer that crashes on a regular basis. So… Read More
  • Computer Security Tips Security Tips How to Protect Your Computer From Viruses With millions of computer users browsing the web at any given time, there are plenty of t… Read More
  • Computer Buying Tips Computer Buying Tips Should You Buy a Mac or a PC? Deciding whether to buy a Mac or a PC should be based on two main points: your budget and whet… Read More
  • Blogging Tips Blogging Tips Tips For Launching Your Own Blog Blogging has developed from a specialized hobby to a full-time occupation. Many writers live off o… Read More

Find us on Facebook

Categories

31,052