ফটোশপ এর যাদু [পর্ব-২৯]
প্রথমে ফটোশপ চালু করুন...এবার Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি ওপেন করুন নিচে আমি একটি ছবি নিলাম। আপনারা যে কোন ছবি নিতে পারেন।
এবার লেয়ার প্যালেটে ওপেন করা ছবির উপর রাইট বাটনে ক্লিক করে Duplicate Layer লেয়ারে ক্লিক করুন অথবা কী-বোর্ড থেকে Ctrl +J চাপুন। তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে।
এবার মেনুবার থেকে Filter > Blur >> Gaussian Blur ক্লিক করুন তাহলে একটি বক্স আসবে এখন Radius বক্স এ স্লাইডার টেনে সংখ্যা সেট করে দিন।সবশেষ OK করুন।
এবার আমাদের নতুন তৈরি করা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার প্যালেটের নিচে Add Layer Mask এ ক্লিক করুন তাহলে লেয়ারে মাস্ক টি যোগ হবে । না পারলে নিচে দেখুন...
এবার টুল্বারের Foreground কালার কালো করে নিন আর Background কালার সাদা করে নিন। এরপর Brush টুল সিলেক্ট করুন ।নিজের মত ব্রাশ এর সাইজ ঠিক করে নিন। তারপর ব্রাশ দিয়ে যে অংশটুকু স্পষ্ট করতে চান, সে অংশটুক্স ঘষুন । দেখবেন ঐ অংশটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে।নিচে দেখুন।
এভাবে আপনার যেটুকু প্রয়োজন, সেই অংশটুকু পরিষ্কার করে নিন Brush টুল দিয়ে।