ফটোশপ এর যাদু [পর্ব-৩০]

ফটোশপ এর যাদু [পর্ব-৩০]

আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে ছবি কে সুন্দর করে গড়ে তুলি , আজ আমরা দেখব কিভাবে ছবিকে ডিজাইন করতে হয় তার নিয়ম তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
নিচের নিয়ম গুলো ভালো করে খেয়াল করুন...
প্রথমে ফটোশপ চালু করুন...

এবার Menubar থেকে File> New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন...

এইবার টুলবার থেকে Brush Tool সিলেক্ট করুন এবং যে কোন একটি কালার সিলেক্ট করুন নিচের মত করে।

এখন কি-বোর্ড থেকে F5 বাটন চাপুন,অথবা ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে কোনায় ব্রাশ বাটন এ ক্লিক করুন। নিচে খেয়াল করুন।

এবার এখান থেকে যে কোন একটি ব্রাশ  সিলেক্ট করুন এবং পছন্তমত যে কোন একটি রং সিলেক্ট করুন।

এইবার আমার দেখানো মত আঁকুন।

এবার Menubar থেকে File> Open কমান্ড দিয়ে যে কোন মাপের একটি ছবি নিন, আমি আমার ছবি নিলাম।

এবার টুলবার থেকে Move Tool সিলেক্ট করে আমাদের তৈরি করা ডিজাইনের উপর ছেড়ে দিন।।

ডিজাইন শেষে মেনুবার থেকে File> Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন।

(এভাবে আপনারা কাজ করুন, দেখবেন আমার থেকেও অনেক সুন্দর কাজ করতে পারবেন।)

Find us on Facebook

Categories