ফটোশপ এর যাদু [পর্ব-২৬]
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজকাল টিভিতে / বিভিন্ন ব্লগে সাইটে আমরা প্রায়ই বিভিন্ন এ্যাড দেখে থাকি, এই এ্যাড গুলো কিভাবে তৈরি করে আজ আমরা শিখব,
তাহলে চলুন কিভাবে ফটোশপ ব্যবহার করে আমরা এ ধরনের এ্যাড তৈরী করতে পারি।
নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।
প্রথমে ফটোশপ চালু করুন...
নিচে আমি একটি নিলাম আপনারা যে কোন মাপের নিতে পারেন।
তাহলে নিচের মত একটি সাদা পেজ ওপেন হবে। এবার আমরা সাদা পেজকে কালো কালার দ্বারা ভরাট/ ফিল করব সেজন্য টুলবার থেকে Paint Bucket Tool সিলেক্ট করে। সাদা পেইজের উপর একটি ক্লিক করলে সাদা পেইজে কালো কালার এয় পরিপূর্ণ হবে।
এবার টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে নিচের দেখানো মতন কাজ করুন...
এখন Keybord থেকে Ctrl চেপে ধরে Enter কী চাপ দিন তাহলে উপরের পাথ করা কালো জায়গা সিলেকশন হবে।
এবার সিলেকশন অংশটুকু যে কোন কালার দিয়ে ফিল করুন নিচে আমি লাল কালার দিয়ে ফিল করলাম আপনারা যে কোন কালার দিয়ে ফিল করতে পারেন।
এবার লাল অংশটুকুতে কম্পিউটার অথবা মোবাইলের কিছু ছবি সংযুক্ত আপনার নিজের মত করে। ( যে বিষয়ের এড তৈরি করবেন সে বিষয়ের ছবি)
এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে নিজের মত কিছু লেখা লিখুন, এবং নিজের মত ডিজাইন করুন, আমি কিছু লেখা লিখলাম এবং কিছু ডিজাইন করলাম নিচে দেখুন।।
পরিশেষে File>Save As> ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে সেভ করে রাখুন আর দেখুন কেমন হয়েছে।