ফটোশপ এর যাদু [পর্ব-২৭]
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে নিজের ছবিকে পানিতে/ফুলের মধ্যে দেওয়া তার নিয়ম,
তাহলে চলুন কিভাবে ফটোশপ ব্যবহার করে আমরা এ ধরনের ইমেজ তৈরী করতে পারি।
নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।
প্রথমে ফটোশপ চালু করুন...


এবার টুলবার থেকে Eliptlical Marquee Tool টুল সিলেক্ট ছবির উপর নিচের মত আকুন।।

তারপর ছবি সিলেকশন হবার পর Keybord থেকে Ctrl+Alt চেপে ধরে D দিতে হবে। তাহলে নিচের মত একটা বক্স আসবে।

এবার Feather Radius বক্স এ ১৫ ফেদার দিয়ে Ok করুন।
তারপর টুলবার থেকে Move Tool সিলেক্ট করে ছবিটাকে টেনে যে ছবির উপর দিতে চান সে ছবির উপর ছেড়ে দিন। নিচে আমার টা দেখুন ।।

এবার নিজের মত করে আপনার ছবিকে ছোট বড় করে সঠিক জায়গায় বসান।
