সিসিমপুর নিয়ে মোবাইল অ্যাপ চালু
জনপ্রিয় টিভি কার্টুন শো সিসিমপুর নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন চালু হয়েছে। ‘এখানেই সিসিমপুর’ নামের অ্যাপটিতে সিসিমপুর সংশিম্লষ্ট নানা তথ্য জানা যাবে।
জনপ্রিয় টিভি কার্টুন শো সিসিমপুর নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন চালু হয়েছে। ‘এখানেই সিসিমপুর’ নামের অ্যাপটিতে সিসিমপুর সংশিম্লষ্ট নানা তথ্য জানা যাবে।
সিসিমপুর অনুষ্ঠান কোন চ্যানেলে কবে কখন প্রচারিত হয়- এ সম্পর্কিত বিস্লারিত তথ্যের পাশাপাশি অ্যাপটিতে রয়েছে শিশুতোষ স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামহৃলক নানা ধরনের টিপস।
এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের গেমস এবং বই কেনার সুযোগ। অ্যান্ড্রয়েড প্লাটফর্মে নির্মিত ৪.৮ মেগাবাইট সাইজের অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।