ফটোশপ এর যাদু [পর্ব-১৮]
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাটার সময় হঠ্যাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় আর ভিজে যায় আমাদের পুরো শরীর । বিশেষ করে ছোট-ছেলে মেয়েরা বৃষ্টি দেখলে অনেক খুশি হয় এবং বৃষ্টি তে নামতে চায় আর আমাদের ভিজতে মন চায় বৃষ্টিতে, অনেক সময় বেশী বৃষ্টিতে ভিজার কারনে ক্ষতির কারণ হতে পারে, তাই বৃষ্টিতে কম ভিজতে চেষ্টা করবেন। কিন্তু আপনি চাইলে এই বৃষ্টি তৈরী করতে পারবেন ফটোসপ দিয়ে। নিচের ধাপগুলো অনুসরণ করে,
আপনারা কাজ করতে চাইলে এখান থেকে ছোট মেয়ের ছবিটা ডাউনলোড করতে পারেন।
আপনারা কাজ করতে চাইলে এখান থেকে ছোট মেয়ের ছবিটা ডাউনলোড করতে পারেন।
তাহলে চলুন শুরু করা যাক...।
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
তারপর File > Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি খুলুন। আমি একটি ছোট মেয়ের ছবি ওপেন করলাম, আপনারা যে কোন ছবি আনতে পারেন।
এবার লেয়ার প্যালেট থেকে নিচের দেখানো আইকনে ক্লিক করুন তাহলে নতুন একটি লেয়ার তৈরি হবে।
তারপর নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মেনুবার থেকে Filter>Render>Clouds এ ক্লিক করুন তাহলে আমাদের উপরে ছবিটা কালো মেঘ দ্বারা ভরাট হবে, নিচে দেখুন।
এখব আবার মেনুবার থেকে Filter>Noise>Add Noise ক্লিক করলে একটা বক্স আসবে নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...
তারপর পূনরায় আবার Filter>Blur>Motion Blur ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে, নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...
তাহলে ছবিটি দেখতে নিচের ছবির মত হবে।
এখন লেয়ার প্যালেট থেকে Normal এর পরিবর্তে Screen সিলেক্ট করুন...
নিচের ছবির মত...।
আবার লেয়ার প্যালেট থেকে Opacity ১০০ এর পরিবর্তে ৭৯ লিখুন অথবা স্লাইডার টেনে ৭৯ করে দিন। নিচে দেখুন...
তারপর File > Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি খুলুন। আমি একটি ছোট মেয়ের ছবি ওপেন করলাম, আপনারা যে কোন ছবি আনতে পারেন।
এবার লেয়ার প্যালেট থেকে নিচের দেখানো আইকনে ক্লিক করুন তাহলে নতুন একটি লেয়ার তৈরি হবে।
তারপর নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মেনুবার থেকে Filter>Render>Clouds এ ক্লিক করুন তাহলে আমাদের উপরে ছবিটা কালো মেঘ দ্বারা ভরাট হবে, নিচে দেখুন।
এখব আবার মেনুবার থেকে Filter>Noise>Add Noise ক্লিক করলে একটা বক্স আসবে নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...
তারপর পূনরায় আবার Filter>Blur>Motion Blur ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে, নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...
তাহলে ছবিটি দেখতে নিচের ছবির মত হবে।
এখন লেয়ার প্যালেট থেকে Normal এর পরিবর্তে Screen সিলেক্ট করুন...
নিচের ছবির মত...।
আবার লেয়ার প্যালেট থেকে Opacity ১০০ এর পরিবর্তে ৭৯ লিখুন অথবা স্লাইডার টেনে ৭৯ করে দিন। নিচে দেখুন...