ফটোশপ এর যাদু [পর্ব-১৭]

ফটোশপ এর যাদু [পর্ব-১৭] 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোশপ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজও করা যায়,
এবার কাজের কথা আসি আজ আমরা শিখব কিভাবে ফটোশপে যে কোন সাইজের ছবি তৈরি করা যায় এবং কিভাবে ছবির Background চেঞ্জ করা যায় তার নিয়ম, উদাহরণ হিসাবে প্রথমে আমরা পাসপোর্ট সাইজের ছবি  তৈরি এবং Background চেঞ্জ করার নিয়ম শিখব, চলুন শুরু করা  যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

এবার যে কোন একটি ছবি ফটোশপে ওপেন করুন। নিচে আমি একটা ছবি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।

এবার Pen Tool দ্বারা ছবি পাথ করতে হবে (পাথ বিভিন্নভাবে করা যায় কিন্তু Pen Tool দ্বারা ছবি পাথ করলে ছবি নিখুত ভাবে কাটা যাবে) সেজন্য আমরা Pen Tool ব্যবহার করব। আর একটা কথা ছবি পাথ করার আগে ছবি জুম-ইন করে নিতে হবে। ছবি জুম-ইন করতে হলে Keybord থেকে Ctrl + (+) চাপ দিলে ছবি জুম হবে আর Ctrl + (-) চাপ দিলে ছবি জুম আউট হবে, নিচে দেখুন আমি কি সুন্দর Pen Tool দ্বারা ছবি পাথ করেছি।

ছবি পাথ হওয়ার পর ছবির উপর রাইট বাটন ক্লিক করে Make Selection ক্লিক করলে একটা বক্স আসে কোন কিছু পরিবর্তন না করে OK ক্লিক করতে হবে তাহলে ছবি সিলেশন হবে। অথবা এত ঝামেলা না করে Keybord থেকে Ctrl + Enter দিলে হবে।

নিচের ছবিটা দেখুন ছবির চারপাশে সিলেকশন হয়েছে...

এখন সিলেশন করা ছবিটা নতুন পেজে নিতে হলে Ctrl+N কমান্ড দিন। তাহলে একটা বক্স আসবে এখানে পাসপোর্ট সাইজের ছবির মাপ দিতে হবে কারন আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাবো নিচের মাণগুলো পাসপোর্ট সাইজের ছবির মাপ Width = 1.5 inches, Height = 1.9 inches, Regulation = 300 দিয়া OK করুন।
এবার Move Tool সিলেক্ট করে ছবিকে টেনে নতুন পেজে ছেড়ে দিতে হবে।
নিচে দেখুন.....

এবার টুলবার থেকে Foreground color থেকে যে কোন একটি কালার সিলেক্ট করুন। তারপর Paint Bucket Tool (G) দিয়ে ছবির সাদা অংশ আপনার পছন্ত Foreground color দ্বারা ডেকে দিন।

ব্যাস হয়ে গেল আপনার পাসপোর্ট সাইজের ছবি ।
পরিশেষে File> Save As গিয়ে যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন...

উপরের একই নিয়মে আপনি যে কোন ছবির মাপ নিয়ে কাজ করতে পারেন। নিচে আমি কয়েকটি ছবির মাপের স্ক্রীন শট দিলাম লেখাসহ......।।
১. Stamp সাইজের ছবির মাপ = (Width.8″× Height 1″ × Resolution-300)

২. Passport সাইজের ছবির মাপ = (Width1.5″× Height 1.9″ × Resolution-300)

৩. 3R সাইজের ছবির মাপ = (Width 3.5″× Height 5″ × Resolution-300)

৪. 4R সাইজের ছবির মাপ = Width 4″× Height 6″ × Resolution-300)
আমাদের বেশির ভাগই ছবির সাইজের মধ্যে বেশি দরকার হয় Stamp, Passport, 3R, 4R, সাইজের ছবি। আরো কিছু ছবির সাইজ নিচে দিলাম..।।
• 5R সাইজের ছবির মাপ = (Width 5″× Height ৭″ Resolution-300)
• 6R সাইজের ছবির মাপ = (Width ৬″× Height ৮″ Resolution-300)
• 8R সাইজের ছবির মাপ = (Width ৮″× Height ১০″ Resolution-300)
• 8L সাইজের ছবির মাপ = (Width ৮″× Height ১২″ Resolution-300)
• 10R সাইজের ছবির মাপ =(Width ১০″× Height ১২″ Resolution-300)
• 10L সাইজের ছবির মাপ =(Width ১০″× Height ১৫″ Resolution-300)
• 12R সাইজের ছবির মাপ = (Width ১২″× Height ১৬″ Resolution-300)
• 12L সাইজের ছবির মাপ = (Width ১২″× Height ১৮″ Resolution-300)
• 16R সাইজের ছবির মাপ = (Width ১৬″× Height ২০″ Resolution-300)
• 20R সাইজের ছবির মাপ =(Width ২০″× Height ২৪″ Resolution-300)
• 20L সাইজের ছবির মাপ = (Width ২০″× Height ৩০″ Resolution-300)

Find us on Facebook

Categories