আপনার মোবাইল চার্জ দিন ব্যাটারী দিয়ে

ওনেক রকমের রেগুলেটর আইসি আছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হল, 78xx সিরিজের ! যেমন, 7805, 7806, 7808, 7810, 7812, 7818 ও 7824. এটি এক ধরনের পজেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি. এর তিন টি টারমিনাল অছে. 1. ইনপুট 2. গ্রাউন্ড 3.আউটপুট. এটির মাধ্যমে পিউর ডিসি ভোল্টেজ পাওয়া যায়, আপনি যদি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ পেতে চান তাহলে এটির তুলনা নেই! যেমন ধরুন, আপনার 5V ডিসি দরকার, কিন্তু আপনার 12V ব্যাটরী অছে, তাহলে কি করবেন? 7805 ব্যবহার করে এটি করতে পারেন. অনুরুপভাবে 7806 ব্যবহার করে 6V DC, 7808 ব্যবহার করে 8V DC, 7810 ব্যবহার করে 10V DC 7812 ব্যবহার করে 12V DC পাবেন! আবার 24V DC দরকার হলে 7824 দরকার হবে! এক্ষেত্রে অবশ্যই আপনাকে 24V এর বেশি ভোল্ট ইন করাতে হবে! আবার আপনি যদি আপনার প্রিয় মোবাইকে ব্যাটারী দিয়ে চার্জ দিতে চান, তাহলে 7806 এই নাম্বারের রেগুলেটর আইসি ব্যবহার করে এই কাজটি করতে পারবেন! এর জন্য আপনাকে ওই আইসিটিকে চিত্রের মতো করে স্থাপন করতে হবে!
এবার 1 নং পিনে পজেটিভ ভোল্টেজ ও 2 নং পিনে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে! তাহলে 2 নং পিন থেকে নেগেটিভ এবং 3 নং পিন থেকে পজেটিভ ভোল্টেজ আউটপুট হিসাবে পাবেন. এখন আপনাকে ওই ফোনের চার্জার লাইনের পিন সংগ্রহ করতে হবে! ওই পিনের পজেটিভ আইসির 3 নং এবং নেগেটিভ আইসির 2 নং পিনের সাথে লাগাতে হবে ! এবার চার্জারের পিন আপনার মোবাইল এ লাগান এবং আইসির 1 ও 2 নং পিনে পজেটিভ ও নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান. আপনি 8V থেকে 12V এর ব্যাটারী 7806 এই আইসি তে লাগাই তে পারবেন 1A রেটে 6V DC পাওয়ার জন্য !আইসিটি খুব গরম হয় তাই আইসিটির সাথে একটি হিটসিল্ক লাগাতে লাগাতে হবে! আপনি লোহা বা সিলভার ব্যবহার করে এই কাজ টি করতে পারেন.

Related Posts:

  • জমি পরিমাপের সফটওয়ার  Android App টি ডাউনলোড করে নিন – Download Now চলুন এই App টির  Screenshot দেখ নিই – চলুন এই App টির ক… Read More
  • ফটোশপ এর যাদু [পর্ব-৩২] ফটোশপ এর যাদু [পর্ব-৩২] গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে… Read More
  • কম্পিউটার কিছু শর্টকাট মেথড কম্পিউটারে কাজ করার সময় আমরা কী-বোর্ড এবং মাউস দুটোই ব্যবহার করি। তবে কাজ দ্রুত করতে সব কাজ যদি কী-বোর্ড দিয়ে করা যায় তা… Read More
  • নজরকাড়া মোবাইল প্রযুক্তি ২০১৫ ২০১৫ সালটিকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কিছুটা এগিয়ে যাওয়ার বছর বলা যেতে পারে। অবশ্য মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে এ বছর ব… Read More
  • ২০১৫ সালের সেরা আবিস্কার সিআরআইএসপিআর’ বা ক্রিস্প নামের জিন সম্পাদনার একটি প্রযুক্তি এ বছর সেরা বৈজ্ঞানিক উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাস্থ্… Read More

Find us on Facebook

Categories

31,085