মাউস কার্সর পরিবর্তন করুন ও PC র সৌন্দর্য বৃদ্ধি করুন।

মাউস কার্সর পরিবর্তন করুন ও PC র সৌন্দর্য বৃদ্ধি করুন।

এই পর্বে মাউস কার্সর পরিবর্তন করুন ও PC র সৌন্দর্য বৃদ্ধি করুন।আমরা সবাই নিজের PC কে অন্যদের চেয়ে ভিন্ন রকম দেখতে পছন্দ করি। মাউস এর কার্সর পরিবর্তন করে আপনি আপনার PC তে এক ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। হাঁ, এটা খুব সহজেই সম্ভব মাত্র 14 mb র একটি সফটওয়্যার দিয়ে। মাউস কার্সর পরিবর্তন করার অনেক সফটওয়্যার আছে, কিন্তু এটি অন্যদের চেয়ে একটু আলাদা।
1
এটা PC কে ধীর করে না। কম RAM খরচ হয়। আর মনকাড়া অসংখ্য কার্সর তো আছেই। এতে Default ভাবে বেশ কিছু মাউস কার্সর দেওয়া থাকে। আপনি চাইলে আরও অনেক কার্সর Install করে নিতে পারেন।
CursorFX_public.exe - 14.3 MB
অতিরিক্ত কিছু কার্সর এর চেহারা দেখে নিন –
                                             2
অতিরিক্ত কার্সর ব্যবহার করার জন্য মূল সফটওয়্যারটি Install করে অতিরিক্ত কার্সর এর উপর Double ক্লিক করুন। তাহলেই কার্সর পরিবর্তন হয়ে যাবে।আপনাদের জন্য আকর্ষণীয় প্রায় ৬০ টি কার্সর দিয়ে দিলাম। Cursors.zip - 18.5 MBকরুন, আর নিজের PC র সৌন্দর্য বৃদ্ধি করুন।

Find us on Facebook

Categories