ব্যাকআপ রাখুন Firefox এর Add-on গুলোর:

 ব্যাকআপ রাখুন Firefox এর Add-on গুলোর:

কিছু দিন পর পর আসে Firefox এর নতুন নতুন ভারসন।আবার কম্পিউটার নতুন করে সেটাপ দিলেই প্রয়োজন হয় নতুন করে ব্রাউজার সেটআপ দেবার।আর নতুন করে সেটআপ দিলেই হারিয়া যায় পুরনো Add-on গুলো।কিন্ত এখন আপনি আপনার Add-on গুলোর ব্যাকআপ রাখতে পারবেন আর ব্রাউজার সেটআপ এর পর পরি ইন্সটল করে নিতে পারবেন Add-on গুলো।
ব্যাকআপ রাখার জন্য আপনাকে প্রথমে FEBE (Firefox Environment Backup Extension) নামের এক্সটেন্সন টা ডাউনলোড করতে হবে।ডাউনলড করুন নিচের লিঙ্ক থেকে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109
ডাউনলোড সেস হলে ব্রাউজার Restart করতে হবে।তারপর Tools মেনু থেকে FEBE অপশন এ যেতে হবে।FEBE option থেকে ঠিক করে দিতে হবে কোন ফোলডার এ ব্যাকআপ ফাইল গুলো জমা হবে।এরপর Perform Backup অপশন এ ক্লিক করলে FEBE ব্যাক আপ ফাইল তৈরী করবে।
১)Tools>FEBE>FEBE option
২)Tools>FEBE>Perform Backup
আপনার Select করে দেয়া ফোল্ডার চেক করে দেখুন Add-on গুলোর Backup ফাইল তৈরী হয়েছে।

Find us on Facebook

Categories