কেমন হয় যদি আপনার পিসি লক করা যায় একটি শর্টকাটের মাধ্যমে মজার টিউন।

কেমন হয় যদি আপনার পিসি লক করা যায় একটি শর্টকাটের মাধ্যমে মজার টিউন।
1. প্রথমে আপনার ডেস্কটপের খালি জায়গায় right বাটনে ক্লিক করে new>shortcut ক্লিক করুন।
2. এবার একটি ডায়ালগ বক্স আসবে সেখান Type the location of the item বক্সে নিচে কোডটি বসান ঠিক নিচের চিত্রের মত।
rundll32 user32.dll,LockWorkStation
3. এবার next বাটনে ক্লিক করে shortcut name বক্সে আপনার ইচ্ছেমত নাম দিয়ে(না দিলেও চলবে) finish বাটনে ক্লিক করুন।
ব্যাস! আপনার শর্টকাট তৈরি হয়ে গেছে। এবার এই শর্টকাটের উপর ডাবল ক্লিক করুন আর দেখুন ম্যাজিক!
কি? লক হয়েছে আপনার কম্পিউটার?
আপনি চাইলে এই শর্টকাটটি আপনার কুইক লাঞ্চ টুলবারেও যোগ করে নিতে পারেন।

Find us on Facebook

Categories