সবচেয়ে সহজ পদ্ধতিতে জেনুইন করুন উইন্ডোজ এক্সপি

সবচেয়ে সহজ পদ্ধতিতে জেনুইন করুন উইন্ডোজ এক্সপি

উইন্ডোজ এক্সপি হল অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অনেক সময় এক্সপি জেনুইন করার প্রয়োজন হয়। জেনুইন করতে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এক্সপিকে জেনুইন করা একদম সহজ। নিচের কাজটুকু করুন। এজন্যঃ
  • প্রথমে নোটপ্যাড খুলুন।
  • এবার নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন।
  • এবার Digitalzone.reg নামে সেব করুন।
  • এবার রেজিষ্ট্রি ভ্যালুটি ডাবল ক্লিক করুন।
  • তাহলেই জেনুইন হয়ে যাবে।
  • এবার এই সাইটে যান।  http://windows.microsoft.com/en-US/windows/help/genuine/faq
  • এবার উক্ত সাইটে গিয়ে Validate এ ক্লিক করুন।
  • তারপর তাদের পথ অনুসরণ করুন।

Find us on Facebook

Categories