আপনার কম্পিউটার কতটুকু বিদ্যুৎ খরচ করে? জেনে নিন।

আপনার কম্পিউটার কতটুকু বিদ্যুৎ খরচ করে? জেনে নিন।
একটা কম্পিউটার চালাতে কতটুকু বিদ্যুৎ খরচ হবে তা নির্ভর করে কম্পিউটার ব্যবহারকারি কি আর কেমন যন্ত্রপাতি ব্যবহার করছেন এবং কি ধরণের কাজ করছেন। এটা হয়তো আপনাকে অবাক করতে পারে যে কি ধরণের কাজ করা হচ্ছে তার উপরও কিভাবে বিদ্যুৎ খরচ নির্ভর করে।
স্বাভাবিকভাবে একটি ডেস্কটপ কম্পিউটার প্রায় ৬৫ থেকে ২৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। মনিটরের জন্যে আপনাকে আরো প্রায় ৩৫ থেকে ৮০ ওয়াট বিদ্যুৎ বেশি যোগ করতে হবে। কেউ পুরোনো মডেলের সিআরটি মনিটর ব্যবহার করতে পারে, আবার কেউ নতুন মডেলের এলইডি মনিটর ব্যবহার করতে পারে। এলইডি মনিটর সিআরটি মনিটরের চেয়ে প্রায় অর্ধেক বিদ্যুতেই চলতে পারে। তাছাড়া ইন্টারনেট, ভালো মানের সাউন্ড সিস্টেম, ওয়েবক্যাম, ভারী সফটওয়্যার ব্যবহার করলেও বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হবে।
তবে ডেস্কটপ কম্পিউটারের চেয়ে ল্যাপটপ তুলনামূলক অনেক কম বিদ্যুৎ খরচ করেই চলতে পারে। বেশিরভাগ ল্যাপটপই চলতে প্রায় ১৫-৪৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
আমার কম্পিউটার কতটুকু বিদ্যুৎ খরচ করছে তা কিভাবে হিসাব করবো?
নিচের লিঙ্কে আপনার পাওয়ার সাপ্লাই ক্যালকুলেট করে নিন।
আপনার মনিটরের ধরণ এবং সাইজ অনুসারে ওয়াটের হিসাব নিয়ে তা যোগ করুন।
১৭-১৯” সিআরটি – ৫৬-১০০ ওয়াট
১৭-১৯” এলসিডি – ১৯-৪০ ওয়াট
২০-২৪” এলসিডি – ১৭-৭২ ওয়াট
ধরা যাক পাওয়ার সাপ্লাই ক্যালকুলেটরে আপনি পেয়েছেন ১৮৫ ওয়াট আর মনিটর এ পেয়েছেন ৬০ ওয়াট। এখন এ দু’টোকে যোগ করে আমরা পাই, ১২০+৬০=১৮০ ওয়াট । এই ওয়াট কে আমরা ১০০০ দ্বারা ভাগ করে কিলোওয়াটে নিলে পাই, ১৮০/১০০০= ০.১৮ কিলোওয়াট।
ওয়াট x সময় x প্রতি কিলোওয়াট-ঘন্টায় খরচ x মাসের দিন সংখ্যা = মাসের খরচ
তাহলে প্রতিমাসে কম্পিউটার বাবদ খরচ কতো হলো?

Find us on Facebook

Categories