ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০২] :: আপনার কম্পিটারের অথবা মোবাইল ফোনের জন্য একটি হাই ফাই এম্পলিফায়ার।
আজ আপনাদের কে একটি সার্কিট দেখাব আমি মনে করি
কম্পিউটার যে সব বন্ধুরা ব্যবহার করেন কম বেশী সকলেরেই কাজে
লাগবে। এবং মোবাই ফোন যে সকল বন্ধুরা ব্যবহার করেন আশাকরি
তাদের ও কাজে লাগবে নিশ্চই হেডলাইন দেখেই বুঝতে পারছেন
সার্কিটা কি, আসুন এবার কাজের কথায় আসাযাক আজকের সার্কিটটি
হল হাই পাই এম্পলীফায়র সার্কিট এই সার্কিটটি খুব ছুট একটি আইসি
দিয়ে ডিজাইন করা। কিন্ত গুনগত মানের দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি
খুবই ভাল,এই সার্কিটটি দিয়ে বর্তমানে বাজারে ভাল ভাল কম্পানি গুলা কম্পিউটারের
সাউন্ডবক্স হিসেবে বাজারে বিক্রি করে থাকে। আপনর সার্কিট খুব ভাল স্পিকার ও
খুবেই ভাল কিন্ত কোন দিন ভাল সাউন্ডের আশা করতে পারবেন না যদি
আপনার সাউন্ড বক্সটি ভাল না হয় । সেই সাথে আপনাকে এম্পলীফায়ারের
সার্কিটটের সাথে স্পিকারের ওয়াট এবং ওহুমস মিলিয়ে এম্পলীফায়র তৈয়ার করতে হবে।
আপনি যদি মনে করেন এক ব্যাটারী রেডিওর সাথে ( 12" ) বার ইন্চি স্পিকার লাগিয়ে
দিলেই সাউন্ড বেশী হবে এটা হবে আপনার ভূল, কারণ স্পিকারের সাথে সামানযষ্য
রেখেই এম্পলিফায়ার তৈয়ার করতে হবে।
আসুন এবার কয়েকটি স্পিকার বক্সের ডিজাই দেখি।
আপনি এরকম একটি বক্স তৈয়ার করে নিবেন তৈয়ার করার সময় অবশ্য লক্ষ্য রাখবেন কোন জুরা দিয়ে যেন বাতাস বাহির না হয়
এজন্য আপনাকে জুরা লাগানোর সময় ভাল করে পেষ্টিং লাগিয়ে নিতে হবে । এই বক্সে তিনটি গার্ড করা হয়েছে বড় টি অফার লাগাবেন
ছুটটি টুইটার লাগাবে একে বারে ছুটটি খালি রাখবেন যাতে করে বক্সের ভিতরের সখল বাতাস এবং ভিট বাহির হয়।
আপনি ইচ্ছে করলে এ ভাবে বক্সের ভিতরে ক্রসঅভার লাগাতে পারেন যা নাকি আপনার বক্স এর সাউন্ডকে আরো স্রুতি মধুর করে তুলবে
অফার মিডরেন্জ এবং টুইটারের সাউন্ড কে পৃথক পৃথক করে দিবে ফলে সাউন্ড হবে অনেক সুন্দর।
যাই হোক আল্লাহ চাহেত ক্রসঅভারের সম্পূর্ণ সার্কিটি অন্য কোন দিন টিউনস করব।
এ রকম ডিজাইনের ও বক্স তৈয়ার করতে পারেন এই বক্সিটিও সাউন্ড মোটা মোটি ভাল।
আরো কয়েকটি বক্স আপনাদের কে দেখাই যদি পছন্দ হয়।
যদি আপনি তিনটা স্পিকার ব্যবহার করেন তাহলে আপনাকে এরকম একটি বক্স বানাতে হবে ।
একটি অফার একটি মিডরেন্জ একটি টুইটার বাতাস এবং ভিট বাহিরের জন্য
বক্সের পিচন দিয়ে একটি গার্ড রাখা হয়েছে।
এই সার্কিটটি বাজানোর জন্য এরকম 40w 4 ওহুমস স্পিকার লাগাতে পারেন ।
আসুন এবার এম্পলীফায়র সারকিটটি দেখি=
এটি হল এম্পলীফায়র সারকিটটি
এটি হল TDA2030A এম্পলীফায়ার পাওয়ার আইসি
আইসিটি এ ভাবে ধরলে বাম দিগ থেকে পা গুনা শুরু করতে হবে, আইসিটির মোট পাচটি পা ডান পাশের শেষ পা পাচ নাম্বার পিন।
এখানে একটি বিষয় লক্ষ্য করুন আইসির সাথে মোটা এলমোনিয়ামের প্লেট লাগানো রয়েছে না হয় আইসি টি অতিরিক্ত
গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে এমোনিয়ামের প্লেইট টি কে হিটসিং বলা হয় ।
আইসিটি ভাল করে দেখুন হিটসিং ছাড়া ব্যবহারের ফলে অতিরিক্ত গরম হয়ে এ অবস্তা হয়েছে । অবশ্যই ভাল করে হিটসিং লাগিয়ে নিবেন
যে গুলি আপনার লগবে মনোর জন্য, ষ্টেরিওর জন্য ডাবল কিনতে হবে।
1/ TDA2030A আইসি একটি
2/ 40W 4 ওহুমস স্পিকার একটি
3/ 2200mf ইলেক্ট্রলাইটিক কেপাসিটর দুই টা
4/ 22mf ইলেক্ট্রলাইটিক কেপাসিটর একটি
5/ 0.1 কেপাসিটর তিনটি
6/ IN 4007 রেক্টীফায়ার ডায়ড দুইটি
7/ 22k রেজিষ্টর দুইটা
8/ 1.5 ওহুমস রেজিষ্টর একটি
9/ 680 ওহুমস রেজিষ্টর একটি
TDA2030A এম্পলীফায়ার ডায়াগ্রাম, পার্সের পাশেই মান লিখা আছে আইসিটি মনো আপনাকে ষ্টেরিও জন্য এরকম দুইটি সার্কিট বানাতে হবে।
বাজার থেকে আইসি কেনার সময় অবশ্যই 2030 লিখার পরে A লিখা দেখে নিবেন কারণ A লিখা ছাড়া TDA2030 আইসি ওয়াট এবং ভোল্ট
দুটাই কম । এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে সাপ্লাই ভোল্ট হিসেবে 18V ভোল্ট 5A ট্রান্সফরমার লাগাতে হবে।
এম্পলীফায়ারের সাথে যে ভাবে ভলিয়াম এবং টোন কানেকশন দিবেন এখানে ষ্টেরিও মোড দেখানো হয়েছে। ডান পাশে আউট পুট
মানে আপনার কম্পিউটার দিয়ে বাজাতে চাইলে এখানে সংযোগ দিবেন আর মোবাইল ফোন দিয়ে বাজাতে চাইলে এখানে সংযোগ দিবেন।
বাম পার্শে ইনপুট মানে এম্পলিফায়ার থেকে আশা অডিও সিগনাল এখানেই সংযোগ দিবেন ।
এখানে একটুক সহজ করে দেখানো হয়েছে যে ভাবে কম্পিউটারের সাথে কানেকশান দিবেন ।