আধুনিক এবং অত্যাধুনিক কিছু গ্রাফিক্স কার্ডঃ পর্ব ১

আজকে আপনাদের কে দেখাবো, আমার সংগ্রহে থাকা কিছু পুরাতন, আধুনিক এবং অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড। আর খুব পুরাতন যেগুলো, সেটা না হয় আমার অন্য কোন পোস্ট এ পাবেন। আজকে যে কার্ড গুলো আপনাদের দেখাবো তা আসলে ঠিক পুরাতন না,আধুনিক এবং অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড। আসুন তবে শুরু করা যাক;
XFX এর তৈরি এনভিদিয়া জি- ফোর্স চিপ সেট এর 8400 GS: 
৫১২ মেগাবাইটের এই কার্ড টি XFX এর বানানো।
গ্রাফিক্স ইঞ্জিনঃ – GF8400
মডেলঃ XFX GeForce 8400 GS
কোর ক্লকঃ 567 MHz
মেমোরিঃ 512MB – DDR2
মেমোরি ইন্টারফেসঃ 64 bit
কুলিং সিস্টেমঃ Heat sink.
Gigabyte এর তৈরি এনভিদিয়া জি- ফোর্স চিপ সেট এর 8500 GT: 
অসাধারন দেখতে একটি কার্ড। গিগাবাইটের এই কার্ড টি বলা যায়, প্রায় পুরোটাই হিট সিঙ্ক দিয়ে ঢেকে দেয়া।
গ্রাফিক্স ইঞ্জিনঃ GT8500
মডেলঃ GV-NX85T256H
কোর ক্লকঃ 500 MHz
মেমোরিঃ 256MB – GDDR2
মেমোরি ইন্টারফেসঃ 128 bit
কুলিং সিস্টেমঃ Heat sink.
ASUS এর তৈরি এনভিদিয়া জি- ফোর্স চিপ সেট এর 8600 GT: 
সাধারনত এই ধরনের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কে ঠান্ডা রাখবার জন্য হিট সিঙ্ক এর উপরে ফ্যান বসাবার কথা থাকলেও এই মডেল টি ছিল ASUS এর সাইলেন্ট সিরিজের। যার অর্থ, এটা শুধু মাত্র হিট সিঙ্ক দিয়েই ঠান্ডা করা হবে। এতে সুবিধা হবে, ফ্যান এ ব্যবহৃত পাওয়ার টির কোন প্রয়োজন হবে না। আর অসুবিধা ছিল, কার্ড টি আপনার কম্পিউটার কেস এর দুটি স্লট এর সম পরিমান জায়গা দখল করে থাকবে।
গ্রাফিক্স ইঞ্জিনঃ GeForce 8600GT
মডেলঃ EN8600GT SILENT/HTDP/256M
কোর ক্লকঃ 540MHz
মেমোরিঃ 512MB DDR3
মেমোরি ইন্টারফেসঃ 128-bit
কুলিং সিস্টেমঃ Heat sink and Heat Pipe.
এনভিদিয়া’র 7800GTX: 
ছবি দেখেই আশা করি বুঝতে পারছেন, এটা একটি রেফারেন্স মডেল। আমার সারা জীবনের একটি সখ ছিল যে একটি রেফারেন্স মডেল ব্যবহার করব (শখ টি পূরণ হয়েছে।) রেফারেন্স মডেল এবং অন্যান্য মডেল এর মধ্যে পার্থক্য হচ্ছে, রেফারেন্স মডেল টি একেবারেই ইউনিক। এটা সাধারনত অন্য কোন গ্রাফিক্স কার্ড নির্মাতা (আসুস, এক্স এফ এক্স, গিগাবাইট) ব্যবহার করে না। শুধু মাত্র চিপ (GPU) নিয়ে তাদের বানানো পিসিবি (Printed Circuit Board) তে বসিয়ে দেয়।
গ্রাফিক্স ইঞ্জিনঃ G70
মডেলঃ Nvidia GeForce 7800 GTX
কোর ক্লকঃ 430 MHz
মেমোরিঃ 256 MB
মেমোরি ইন্টারফেসঃ 256- bit
কুলিং সিস্টেমঃ Cooling Fan, Heat Sink, Heat Pipe.
এনভিদিয়া’র 7900GTXঃ
এটিও একটি রেফারেন্স মডেল। জি- ফোর্স ৭৮০০ এবং ৭৯০০ GTX এর মধ্যে তেমন একটা পার্থক্য না থাকলেও কোর ক্লক পরের টার কিছু বেশি ছিল। পরবর্তিতে 7900GTX এর মতন দেখতে বেশ কিছু 7800GTX ছাড়া হয়।
গ্রাফিক্স ইঞ্জিনঃ G70
মডেলঃ Nvidia GeForce 7900 GTX
কোর ক্লকঃ 650 MHz
মেমোরিঃ 512 MB
মেমোরি ইন্টারফেসঃ 256- bit
কুলিং সিস্টেমঃ Cooling Fan, Heat Sink, Heat Pipe.

Find us on Facebook

Categories