আপনার Windows অক্ষত রেখে Virtual PC দিয়ে চেক করুন আপনার নতুন Operating System (Linux, Vista, Ubuntu সহ যে কোন OS)

আমরা অনেকে বুটেবল সিডি তৈরী করি, সেই সিডি বার্ন করার আগে সেটা চেক করার জন্য অথবা বাজারে বর্তমানে বিভিন্ন ধরনে windows xp সার্তিস প্যাক -৩, Linux, Vista, ubuntu সিডি পাওয়া যায় সেটা চেক করার জন্য কম্পিউটারকে রিস্টার্ট এবং বায়োস থেকে বুট অর্ডার পরির্বতনে প্রয়োজন হয় এবং Operating System setup এর জন্য Drive কে Format করার প্রয়োজন হয় । বুটেবল সিডি বার্ন করার আগে আপনি ইচ্ছে করলে I.S.O Image তৈরী করে I.S.O Image থেকে বুট করাতে পারবেন । Microsoft virtual pc এ software দিয়ে আপনার windows Run অবস্হায় আপনি এসব করতে পারবেন । software টি install করলে আপনার Desktop-এ একটি window আসবে
image0023.jpg
এখন আমরা নতুন virtual মেশিন Setting করবো
image-1.jpg
image-2.jpg
image-3.jpg
ইচ্ছে করলে virtual Machine এর নাম দেওয়া যাবে
image-4.jpg
image-5.jpg
আমরা virtual Machine এ কি Oparating System  ব্যাবহার করবো
image-6.jpg
image-7.jpg
ইচ্ছে করলে Ram বাড়িয়ে/ কমিয়ে নিতে পারেন
image-8.jpg
image-9.jpg
image-10.jpg
image-11.jpg
image-12.jpg
ইচ্ছে করলে HDD space বাড়িয়ে/কমিয়ে নিতে পারনে
image-13.jpg
image-14.jpg
ব্যাস আপনা Virtual Machine রেডী
image-15.jpg
image-16.jpg
যদি প্রয়োজন Settings থেকে সব কিছু পরির্বতন করে নিতে পারেন ।এবার মেশিন চালু করতে হলে Start চাপুন ।
image-17.jpg
Start দিলে উপরের স্ক্রীন আসবে
image-18.jpg
এখন Bootable CD প্রবশে করে Select use physical drive or, যদি ISO Image থাকে তবে capture iso image Select করে Browse করে I.S.O Image File দেখিয়ে দিতো হবে ।এবার  Action Menu থেকে ctrl+alt+del Select করুন অথবা Reset Select করুন
image-20.jpg
image-21.jpg
image-22.jpg
যদি Screen বড় করতে চান Right  alt + Enter চাপুন আবার ছোট করতে Right alt + Enter চাপুন
image-23.jpg
এই ম্যাসেজটি মনে রাখবেন
image-24.jpg
যদি Windows Setup করেন তাহলে আপনার Virtual Machine এর মাউসকে সচল করতে Right Alt পরপর ২বার চাপলে Mouse Activate হবে আবার Right Alt পরপর ২বার চাপলে Deactivate হবে ।অথবা Desktop এ Double click করতে হবে ।
image-25.jpg
image-26.jpg
Virtual Machine কে Shut down করতে Start Menu থেকে অথবা Close দিলে নতুন একটি Menu আসবে এখন Turn Off Select করে OK চাপতে হবে ।
এখান থেকে বিনা মুল্যে  ডাউনলোড  করুন
Software টির সাইজ 31.7 MB. আরও বেশি কিছু জানতে চাইলে 

Find us on Facebook

Categories