এবার টাকা কিংবা এম্বি ছাড়াই ফোনে কথা বলুন WiFi/Bluetooth এর মাধ্যমে [মিস করবেন না]
এন্ড্রয়েড দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।আমরা সবাই জানি যে এন্ড্রয়েড কিংবা যেকোন ফোন দিতে কথা বলতে হলে হয় আপনাকে টাকা খরচ করতে হবে নতুবা ডেটা/এম্বি খরচ করতে হবে।
কেমন হয় যদি এম্বি কিংবা টাকার ব্যবহার ছাড়াই এন্ড্রয়েড ফোন এর মাধ্যমে অন্য এন্ড্রয়েড ফোন দিয়ে কথা বলা যায়?
কি হলো?আমার কথা মিথ্যা মনে হচ্ছে?জ্বি না এটি কোন মিথ্যা কথা নয় এটি একদম খাটি কথা।এখন থেকে আপনি এন্ড্রয়েড দিয়েই কথা বলতে পারবেন তাও আবার কোন ডাটা চার্জ কিংবা এম্বি ছাড়াই।


আর এটি সম্ভব শুধুমাত্র একটি এপের মাধ্যমে।এপটির নাম হলো Intercom. এটি অনেক অসাধারণ একটি এপ,এর মাধ্যমে খুব সহজেই Bluetooth কিংবা WiFi এর মাধ্যমে অন্য এন্ড্রয়েড ফোন এর সাথে কথা বলতে পারবেন।তবে সমস্যা হলো দুই ফোনেই এই এপটি ইন্সটল করা থাকতে হবে,নতুন এই ট্রিকস কাজ করবে না।
তো আর কথা বাড়াতে চাই না,এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড কর ফেলুনঃ