২০১৬ এ কম মূলে্লর কিছু মোবাইল
বাংলাদেশের স্থানীও ব্যাজারের মোবাইল কোম্পানি গুলো গত ২ বছর ধরে ধারাবাহিক ভাবে মানসম্মত পণ্য কাছে তুলে ধরছে, যা এখন এদেশীয় মানুষের কাছে বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মোবাইল কোম্পানির ভেতরে আছে সিম্ফনি, ওয়াল্টন ইত্যাদি। চলতি বছরেও তারা বেশ ভালো মানের কিছু মোবাইল ফোন নিয়ে এসেছে। চলুন এক নজরে দেখে আসি ৫ হাজা টাকার মূল্যমানের নিচে অবস্থান করা সেরা তিনটি মোবাইল ফোন।

ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)
মূল্য – ৪৭০০ টাকা

ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)
ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)
ক্যামেরাপ্রাইমারী – ৫ মেগাপিক্সেল
দ্বিতীয় ক্যামেরা – ০.৩ মেগাপিক্সেল
মেমোরিফোন মেমোরি – ৮ গিগাবাইট
Ram – ১ গিগাবাইট
ডিসপ্লে৪.৫ ইঞ্চি মাল্টি টাচ

এই মোবাইলে সংযুক্ত আছে অ্যান্ড্রয়েড এর পঞ্চম সংস্করণ ললিপপ ৫.১ এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি। তাছাড়া ৯.৯ এমএম এই মোবাইলে সেন্সর হিসেবে থাকছে এ-জিপিএস , অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর , লাইট সেন্সর।

Find us on Facebook

Categories