Slow কম্পিউটার করে নিন Fast, 5th Post
আজ এর ৫ম পর্ব, সাথে ডস এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড সম্পর্কে জানাবো । এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারে । বিগত টিউনটি ছিল কম্পিউটারের এডমিনিসট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে এ বিষয়ে নির্দেশনা । যাইহোক আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব । বিভিন্ন কম্পিউটার এ BIOS ঢুকার পদ্ধতি ভিন্ন ভিন্ন, তবে বেশির ভাগ ক্ষেত্রেই DEL অথবা F2, কোনো কোনো মাদারবোর্ড এর ক্ষেত্রে F10 অথবা F1 হয়ে থাকে। সেক্ষেত্রে একসাথে কী গুলো প্রেস করে BIOS এ ঢুকতে পারবেন । DOS থেকে কন্ট্রোল পেনেল এর ইউজার একাউন্ট এ ঢুকতে C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন । পেয়ে যাবেন ইউজার একাউন্ট ডায়লগ বক্স । DOS থেকে কোনো ড্রাইভ ফরমেট করতে চাইলে C : \> Format D : লিখে এন্টার প্রেস করুন । কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে । একইভাবে E ড্রাইভ ফরমেন্ট দিতে চাইলে লিখুন C : \> Format E : কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে । DOS থেকে কোনো ড্রাইভ এর ফাইল দেখতে চাইলে C : \>Dir লিখে এন্টার প্রেস করুন । C : \>Dir /P লিখলে সবগুলো ফাইল আপনি পেজ আকারে দেখতে পাবেন এবং এন্টার প্রেস করার মাধ্যমে পরবর্তী পেজ এ যেতে পারবেন । C : \>Dir /S লিখে এন্টার দিলে সকল সিস্টেম ফাইল দেখতে পাবেন । DOS থেকে বের হয়ে যেতে চাইলে C : \> Exit লিখে এন্টার দিন ।
এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস :
- আপনার কম্পিউটার এর স্পিড বাড়াতে আপনার রেম খালি করে রাখার চেষ্টা করবেন
- হার্ড ডিস্ক এ অপরিচিত কোনো সফটয়ার রাখবেন না
- এন্টিভাইরাস আপডেট রাখুন ৩ দিন পর পর
- হার্ড ডিস্ক এর সকল ড্রাইভ স্ক্যান করে ভাইরাস ক্লিন করুন প্রতি সপ্তাহে অন্তত ১দিন
- পেন ড্রাইভ স্ক্যান না করে ওপেন করবেন না এবং ডাবল ক্লিক দেয়া থেকে বিরত থাকবেন
- প্রতিদিন কাজ শেষে অতিরিক্ত সকল ফাইল মুছে ফেলুন
- ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন আপনার মেমরির দিগুন
স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে ১টি ১টি করে লিখুন আর এন্টার দিন
Prefetch, Temp, %Temp%, Recent, Cookies তারপর সব ফাইল ডিলিট করুন ।
এছাড়াও ...
- স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার এর কনফিগারেশন দেখতে লিখুন dxdiag আর এন্টার দিন ।
- স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার এর রেজিস্ট্রি এডিটর দেখতে লিখুন regedit আর এন্টার দিন ।
- স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার স্টার্টাপ অপশন এডিট করতে লিখুন msconfig আর এন্টার দিন ।
- স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার মেনেজমেন্ট কনসোল দেখতে লিখুন mmc আর এন্টার দিন ।