PC তে ফাইল কাট/কপি/পেস্টের স্পীড বাড়িয়ে নিন

পিসি তথা পার্সোনাল কম্পিউটার এর ভূমিকা অনস্বীকার্য।এর মাধ্যমে করা যায় না এরকম কোন কাজ নেই।কিন্তু কেমন লাগে যখন প্রয়োজনের সময় পিসি টি দুর্বল কিংবা মন্থর গতির হয়ে যায়।কোন একটা ফাইল কপি পেস্ট করবেন কিন্তু দেখলেন আপনার পিসি ঘুমাচ্ছে,কচ্ছপের গতির মত হয়ে যাচ্ছে।ততক্ষনে আপনার গুরুত্বপূর্ন সময় কিন্তু চলে যাবে।
তবে সমস্যা নেই,আজ আপনাদের জন্য এরকম একটি এপ নিয়ে আসলাম যার মাধ্যমে আপনার পিসির কপি পেস্ট স্পীড দ্বিগুন হয়ে যাবে।এপটির নাম হলো Tera Copy Faster.
এর মাধ্যমে আপনারা যেকোন ফাইল খুব দ্রুতCut/Copy/Paste করতে পারবেন।তাছাড়া এটি কিন্তু কোন ফ্রী ভার্সন নয়,এটি কিনতে হলে আপনাকে ডলার গুণতে হবে।তবে আজ আপনাকে এটি দিচ্ছি সম্পূর্ন ফ্রীতে।

তো আর দেরী কেন????এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন,আর আপনার পিসির কপি/পেস্ট স্পীডকে করে ফেলুন দ্বিগুণ।



App Name:Tera Copy Faster
Version: TeraCopy Pro 3.0 alpha 5
Size: 4.38MB

Find us on Facebook

Categories