Part 9

আসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।  আজকে আমি মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন এর  ৯ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক..........

Chart তৈরী করা

আজকে আমরা শিখব কিভাবে  চার্ট  তৈরী করতে হয়।
Chart: যেকোন রিপোর্টের তথ্য তুলে ধরার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে চার্ট। চার্টের মাধ্যমে যে কোন রিপোর্টের বিশ্লেষন কর যায়।সাধারনত চার্ট সংক্ষিপ্ত ধারনা দেয় এবং তথ্য বিশ্লেষন করতে ও সহজে বুঝতে সাহায্য করে।

কেন Chart তৈরী করা হয় ?¿

  1. অল্প সময়ে বুঝা যায়।
  2. যে কোন রিপোর্ট সম্পর্কে সংক্ষেপে ধারনা পাওয়া যায়।
  3. বিশ্লেষন করা যায়।
  4. সহজে তুলনা করা যায়।
  5. আনন্দের মাধ্যমে সহজে বুঝানো যায়।

প্রকার:

বিভিন্ন ধরনের Chart রয়েছে। যথা:-
  1. Column
  2. Bar
  3. Line
  4. Pie
  5. XY (Scatter)
  6. Area
  7. Doughnut
  8. Radar
  9. Surface
  10. Bubble
  11. Stock
  12. Cylinder
  13. Cone
  14. Pyramid
মনে করি একটি জরিপ করা হয়েছিল যে, কোন ব্রাউজারের জনপ্রিয়তা বেশী। ধরুন Mozilla Firefox পেয়েছে 45% ভোট, Google Chrome পেয়েছে 40% ভোট, Internet Explorer পেয়েছে 15% ভোট।
এবার নিম্নের মত করে একটি ডাটাবেজ তৈরী করুন:-
এবার ডাটাগুলোকে সিলেক্ট করে Insert>Pie>3D Pie এ ক্লিক করুন।
এবার দেখুন তো এরকম একটি চার্ট তৈরী হয়েছে কিনা !
কি পানির মত সহজ না কাজ টা! এবার Design>Change Chart Type এ গিয়ে একটি একটি করে সবগুলো চার্ট দেখুন তো কেমন লাগে।আর যেটা আপনার কাছে সুন্দর লাগে ঐটা রেখে দিন।আর হ্যা Chart Type পরিবর্তন করতে হলে অবশ্যই Chart টা সিলেক্ট থাকতে হবে, তা নাহলে Design মেনুটা আসবে না।
Chart লেআউট পরিবর্তন করা: Chart এর বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, Chart লেআউট পরিবর্তন হলে Design>Chart Layouts এ যেতে হবে।
Chart Style পরিবর্তন করা: Chart এর স্টাইল পরিবর্তন করতে হলে Design>Chart Style এ যেতে হবে।
দেখুন তো এ চার্ট লেআউট টা কেমন লাগে!

Find us on Facebook

Categories