ফটোশপ এর যাদু [পর্ব-০৬]

ফটোশপ এর যাদু [পর্ব-০৬]

আজ আমরা শিখব কিভাবে সাদা-কালো ছবিতে রং করা যায় । চলুন শুরু করা যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
তারপর যে কোন একটি সাদা-কালো ছবি ফটোশপ দিয়ে Open করুন নিচে আমি একটা সাদা-কালো ছবি আনলাম আপনারা যে কোন সাদা-কালো ছবি আনতে পারেন।
নিচের ছবিতে দেখানো আইকনে ক্লিক করুন অথবা Keybord থেকে (Q) প্রেস করুন।
এবার ব্রাশ টুলের সাহায্যে ছবির যতটুকু অংশ রঙ্গিন করতে চান সেটুকু অংশ পেইন্ট করুন।
আমারটা দেখুন
পেইন্ট করার পর নরমাল মোডে ফিরে আসতে Keybord থেকে Q প্রেস করুন তারপর Select > Inverse এ ক্লিক করুন (Ctrl+Shift+I) নিচে দেখুন সিলেকশন তৈরি হয়েছে।
এবার মেনুবার থেকে Image> Adjustment > Color Balance বাটনে ক্লিক করুন.
তারপর নিজের ইচ্ছামত Shadows, Midtones এবং Highlights এর স্লাইডার নাড়তে থাকুন যতক্ষন না আপনার পছন্দদের রঙ পাচ্ছেন।
এবার মুখের সিলেশন বাদ করতে হলে Select> Desclect ক্লিক করুন অথবা Keybord থেকে Ctrl+D প্রেস করুন তাহলে মুখের সিলেকশন বাদ হয়ে যাবে।
File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

Find us on Facebook

Categories