নিয়ে নিন Nova Launcher Prime v4.2.1 Beta 2 [একটু আগেই রিলিজ পেলো]
প্রথমে সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন আশা করি সকলের ভালো লাগবে।
এন্ড্রয়েড মানেই হলো কাস্টমাইজেশন যা অন্য কোন অপারেটিং সিস্টেমে সম্ভব না।এমন কিছু ট্রিক এমন কিছু এপ রয়েছে যার মাধ্যমে আপনি পুরো ফোনের চেহারাই পরিবর্তন করতে পারবেন।
এন্ড্রয়েড ফোনের একটি কমন এপ হলো Launcher.স্টোরে বিভিন্ন Launcher রয়েছে,তবে আমার কাছে Nova Launcher কেই বেস্ট এবং ফাস্ট Launcher বলে মনে হয়।
কিছুক্ষন আগেই Nova Launcher এর নতুন একটি ভার্সন রিলিজ পেলো,তাই আর দেরী না করেই আপনাদের জন্য Launcher টি নিয়ে হাজির হয়ে গেলাম।এটি আগের ভার্সন থেকে আরো বেশি ফাস্ট।যুক্ত হয়েছে নতুন কিছু ফিচার,পাশাপাশি আগের বাগ-গুলো দূর করা হয়েছে।
আর এই Launcher সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।তাই আর দেরী না করে এখুনি নিচ থেকে Launcher টি নামিয়ে ফেলুন।