এইবার এক ডিভাইসে এক সাথে দুটি instagram আইডি চালান

বর্তমান যুগ হলো Social Networking এর যুগ।এগুলো এখন মানুষের রক্তের সাথে মিশে গেছে,সকালে ঘুম থেকে ঊঠতে দেরী কিন্তু ফেসবুক কিংবা গুগল প্লাসে লগিন করতে দেরী হয় না।বর্তমানে অনেক গুলো সোসিয়াল নেটওয়ার্কিং সাইট আছে,তার মধ্যে বহুল আলোচিত এবং জনপ্রিয় মাধ্যম গুলো হলো ফেসবুক,টুইটার,গুগল প্লাস,ইত্যাদি।এর মধ্যে জনপ্রিয় একটি  Social Network হলো instagram.
এতদিন তো শুধু মাত্র একটি ডিভাইসে একটি মাত্র আইডি চালানো যেতো।এখন থেকে একসাথে দুই আইডি চালাতে পারবেন।আর একসাথে দুটি চালানোর জন্য আপনাকে ৭ এম্বির একটি এপ ডাউনলোড করতে হবে।এপটির নাম হলোঃ Instwogram
এটি ইন্সটল করার জন্য আপনাকে তেমন একটা ঝামেলা পোহাতে হবে না।আগের ইন্সটল করা instagram ও আন-ইন্সটল করতে হবে না,শুধু এটা ইন্সটল করে আইডি যুক্ত করে দিলেই হবে।

তো আর দেরী কেন এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন,আর চালান একসাথে দুইটি instagram আইডি।

App Name: Instwogram
Size:7.8MB

ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

***Download করতে কোন সমস্যা হলে Create Download Link-এ ক্লিক দিবেন,তারপরের পেইজে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন,সেখানে ক্লিক দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।***

Find us on Facebook

Categories