ভিডিও এডিটিং এ আপনার ক্যারিয়ার গড়ুন [৩য়-পর্ব] :: প্রয়োজনীয় হার্ডওয়্যার, Compatible Software, ক্যাপচার কার্ড এর প্রয়োজনীয়তা, রের্কডিং মাধ্যম, ব্যবহৃত কিছু শব্দের অর্থ

ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার গুলো:

  • 1. Processor : Core 2 Duo 1.8Ghz to core i7 1.06 Ghz Processor Or Higher .
  • 2. GFX Card: Intel GMA X3000 Series, Nvidia GeForce 6 series Or Higher.
  • 3. RAM: 2-8 Up to 16 GB
  • 4. HDD: At least 7200 RPM of SATA HDD Or Firewire ,Minimum 500GB-6TB.
  • 5. Sound Card, Video Capture Card, CF/P2/SxS Card Reader & Video Editing Hardware
  • 6. Windows -7, Editing software.
  • 7. Input and output source devices:
    a) VTR b) DVD Writer c) Microphone d) CD Player e) Professional Monitor
এগুলো হলো পেশাদারী কাজ করার জন্য আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে নিজের বাসায় কাজ করতে পারবেন।

Video Editing Hardware ও এর সাথে Compatible Software:

  • Matrox : softwear- Adobe Premiere (Mac or IBM)
  • Canopus : softwear-Edius, Premiere
  • DPS Velocity : softwear- Velocity
  • Pinnacle: softwear-Pinnacle Studio,Premiere
  • Avid Mojo,Mojo DX: Softwear-Avid Media composer,Avid Studio HD,Avid News Cutter
  • Black magic/Matrox: softwear-Final cut Pro,Final cut studio (Mac)
  • Sony Vegus Studio
  • Cinelerra : for Linux Based
এছাড়া আরো অনেক সফটওয়্যার রয়েছে।

এডিটিং ও ভিডিও ক্যাপচার কার্ড এর প্রয়োজনীয়তা :

Video Data  সমূহকে Digital থেকে Analog এবং Analog থেকে  Digital এ রুপান্তর করা। Digital Video Data  কে Hard Disk Drive  থেকে Tape এ অথবা Tape থেকে
Hard Disk Drive  এ স্থানান্তর করার জন্য Video Capture Card  প্রয়োজন।

ভিডিও রের্কডিং মাধ্যম :

  • 1.     U- Matic
  • 2.    VHS,S-VHS, D-VHS
  • 3.    Hi-8, D-8 (Digital-8), D-9 (Digital 9)
  • 5.    Betacam, Betacam-SP, Betacam-SX, Digi-Beta
  • 6.    DV, MiniDV, DVCAM, DVCPRO,DVCPRO- HD,HDV
  • 8     DVD,Blu-Ray,HD-DV,HD-VMD,CH-DVD
  • 8.    HDTV 1080i,1080p
  • 9.    P2 Card(Panasonic), SxS(Sony)
(উল্লেখিত ডিভাইস গুলোর ছবি পর্ব ১ দিয়া আছে)

ভিডিও এডিটিং এ ব্যবহৃত কিছু শব্দের অর্থ

FRAME RATE:

Television Broadcast  এর জন্য Standard Frame Rate 25 to 30 Frames per Second, 24 Frame for Film.

Video Input  এবং Output :

Video Input  এবং Output  সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে।
  • 1. Composite
  • 2. Component
  • 3. S Video
  • 4. Fireware or IEEE 1394 and
  • 5. SDI

PATCHING:

Video Editing Hardware  বা Video Capture Card  এর Junction Box  খেকে VTR এর Input ,Output , Monitor  গুলোর সংযোগ স্থাপন করাকে চিত্র সম্পাদনার ভাষায় Patching বলা হয়.

COLOUR SYSTEM :

এটি হচ্ছে ব্রডকাষ্ট লেভেলে এর কালার সিস্টেম
PAL- Phase Alternating Line.
Frame Rate- 25 Frames per second ,625-line.
Frame Size- 720X576
NTSC- National Television Systems Committee
Frame Rate- 30 Frames per second.
Frame Size- 720X480 or 720X486
SECAM- Sequential Colour with Memory
Frame Rate- 25Frames per second.
Frame Size- 720X576

PIXEL ASPECT RATIOixel :

Television এর ছবির দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাতকে Pixel Aspect Ratio বলা হয়।Standard Definition Television এর Pixel Aspect Ratio 4:3. অর্থ্যাৎ SDTV এর পর্দাকে আড়াআড়িভাবে ৪ ভাগে এবং লম্বালম্বিভাবে ৩ ভাগে ভাগ করা হয়।
High Definition Television HDTV  এর Pixel Aspect Ratio 16:9.  অর্থ্যাৎ HDTV এর পর্দাকে আড়াআড়িভাবে ১৬ ভাগে এবং লম্বালম্বিভাবে ৯ ভাগে ভাগ করা হয়।

FRAME:

আমরা টেলিভিশনে যে ছবি দেখে থাকি PAL Video  এর ক্ষেত্রে  তার প্রতি ১ সেকেন্ডের ২৫ ভাগের ১ ভাগ কে ১ ফ্রেম বলা হয় NTSC Video  এর ক্ষেত্রে ৩০ ভাগের ১ ভাগ হয়ে থাকে। ১টি Frame কে আবার
দুটি অংশে ভাগ করা হয় যাদেরকে Field বলা হয়। এদের একটিকে বলা হয় Odd Field (Upper)  অন্যটিকে Even Field(Lower) বলা হয়

FOOTAGE:

Computer এর Hard disk Audio/Video Data  যেগুলো Digitize/Capture/Injest  করা হয়েছে কিন্তু Edit  করা হয়নি সেগুলোকেই Footage/RAS  বলা হয়।

CODEC:

Codec হচ্ছে একটি মাধ্যম। Audio এবং Video Compressor বা De-compressor  কে Codec বলে। এটি Hardware ভিত্তিক এবং Software ভিত্তিক হতে পারে। Video tape  থেকে Hard drive  এ
অথবা Hard drive  থেকে Video tape  এ Video এবং Audio  transfer করার ক্ষেত্রে Codec একিট মাধ্যম হিসাবে  কাজ করে এছাড়া যখন কোন ভিডিও ফাইল প্লে করা সেটাও কোডেক সার্পোট নিয়ে প্লে হয়।

CGI :

অনুষ্ঠানের শুরুতে মাঝে ও শেষে এনিমেশন করা বিভিন্ন ছবি লেখা দিয়ে অনুষ্ঠানে নাম দেখানো হয় তাকে CGI(Computer Generated Image বলা হয় এছাড়া CG, Computer Animation বা Graphics নামে পরিচিত ।

Find us on Facebook

Categories