পছন্দমত এডিট করুন যে কোনো গানের ট্যগ

অনেকেই পরিচিত, বা অনেকেই হয়ত অন্য সফট দিয়ে কাজ করে থাকেন, কিন্তু আজ আমি এই ধরনের কাজের শ্রেষ্ঠ সফটওয়ারটি দেব। কাজে লাগবেই গ্যরান্টি। এর মাধ্যমে ১০০+ গান ১ মিনিটের কম সময়ে করা যায়।
আমরা স্বাধারনত বিভিন্য গানে পিকচার সহ কিছু ডিটেইলস যোগ করতে চাই, যা বাজার সময় দেখাবে। অনেকের কাছে বিরক্তিকর, তবুও এডভারটাইজমেন্ট এর জন্য এটাই বেস্ট উপায়, নরমাল মানুষের চেয়ে দোকানদার দের এই সফটটি কাজে লাগবে বেশি।
তো চলুন শুরু করা যাক।
  • এর জন্য আমাদের দরকার মাত্র ৩ মেগাবাইট এর একটি সফটওয়ার।
এখান থেকে ডাউনলোড করে নিন।
  • এবার ইন্সটল করুন। এবং ওপেন করুন।
  • ওপেন করার পর এমন একটি পর্দা আসবে, নিচে দেখুন।
এখন মেনুবার থেকে ফাইল সিলেক্ট করি। এবং Add Directory নিজের গানের ডিরেক্টরি বা ফোল্ডারটি দেখিয়ে দেই। তাহলে আটোমেটিক সব গান সিলেক্ট হয়ে যাবে। নিচে দেখুন।
অথবা আপনি চাইলে সিলেক্ট করা গান ড্রাগ করে এনে ছাড়তে পারেন। খেয়াল করুন নিচে।
এখন আপনি আপনার সিলেক্ট করা গান গুলো লিস্ট আকারে নিচে দেখতে পারবেন। ওখান থেকে একটা একটা করে বা সব গুলো একসাথে সিলেক্ট করুন।
সিলেক্ট করার পর বাম পাসের এই বার থেকে নিজের পছন্দ মত Title, Artist, Genre, Comment, বা পিকচার যোগ করুন। পিকচার যোগ করতে CD এর মত ঐখানে RIGHT BUTTON ক্লিক করে ADD COVER দিয়ে পিকচার যেটি দিতে চান সিলেক্ট করে দিন।
সব কিছু যোগ করার পরে নিচের মত দেখা যাবে, এবন পরে নিচে হাইলাইট করা সেভ আইকন এ ক্লিক করলেই সেভ শুরু হবে।

Related Posts:

  • জমি পরিমাপের সফটওয়ার  Android App টি ডাউনলোড করে নিন – Download Now চলুন এই App টির  Screenshot দেখ নিই – চলুন এই App টির ক… Read More
  • This basic and common way to dial the internet connection using giving path: This basic and common way to dial the internet connection using giving path: This basic and common way to dial the internet connection using giving p… Read More
  • ২০১৫ সালের সেরা আবিস্কার সিআরআইএসপিআর’ বা ক্রিস্প নামের জিন সম্পাদনার একটি প্রযুক্তি এ বছর সেরা বৈজ্ঞানিক উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাস্থ্… Read More
  • কম্পিউটার কিছু শর্টকাট মেথড কম্পিউটারে কাজ করার সময় আমরা কী-বোর্ড এবং মাউস দুটোই ব্যবহার করি। তবে কাজ দ্রুত করতে সব কাজ যদি কী-বোর্ড দিয়ে করা যায় তা… Read More
  • ফটোশপ এর যাদু [পর্ব-৩২] ফটোশপ এর যাদু [পর্ব-৩২] গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে… Read More

Find us on Facebook

Categories

31,050