এবার আপনি মুক্তি পেয়ে যান ডিসি দিয়ে কোন লোড চালানোর ভয় থেকে!
আমাদের দেশে সব জায়গাতে এসি বিদ্যুত্‍ নাই! তাই যেখানে এসি বিদ্যুত্‍ নেই সেখানে ডিসি বিদ্যুত্‍ দিয়ে ক্যাসেট, সিডি, ডিভিডি, অ্যামপ্লিফায়ার টেলিভিশন ইত্যাদি চালানো হয়! কিন্তু ভয় থাকে একটায়, যদি কখনো মনের ভুলে লাইন উল্টাপাল্টা করে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? নিশ্চই আইসিটি পুরে যাবে! আর ঘরে যদি ছোট পোলাপান থাকে তাহলে তো কোন কথাই নেই! এবার নেগেটিভ পজেটিভ বা লাল কালো উল্টাপাল্টা হওয়ার ভয় থেকে বাচুন! এসি বিদ্যুতের মতো যেভাবেই লাগান না কেন আপনার লোড চলবে! শুধু একটি সার্কিট লোডের সাথে সংযুক্ত করতে হবে!
সার্কিটটি সম্পর্কে হয়ত সবাই জানেন! এটি হল চারটা রেকটিফায়ার ডায়োডের ব্রিজ কানেকশন! প্রথমে যেকোন মানের চারটা রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করুন! তবে ডায়োড যত মোটা হবে তত ভাল! এবার নিচের চিত্রের মতো তিনটা ধাপে ব্রিজ কনেকশন তৈরী করুন.

এবার এই চিত্র দেখুন!
আউটপুট থেকে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ আপনার লোডের ইনপুটের নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজের সাথে লাগান! এক্ষেত্রে উল্টাপাল্টা হওয়া যাবে না! এখন চিত্রের যেই দুই প্রান্তে ইনপুট লেখা আছে সেই দুই প্রান্তে আপনি আপনার ইচ্ছা মতো ভোল্টেজ প্রবেশ করান. নেগেটিভ পজেটিভ অথবা পজেটিভ নেগেটিভ যেভাবেই দিন না কেন আপনার লোড চলবে! তবে এক্ষেত্রে ব্যাটারী চার্জ একটু বেশি ফুরাবে!

Related Posts:

  • বাংলা একাডেমির English to Bangla সফটওয়্যার [পিসি version] বাংলা একাডেমী এর অভিধান এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অনেক সময় নেট এ সার্চ দিয… Read More
  • আপনার Windows অক্ষত রেখে Virtual PC দিয়ে চেক করুন আপনার নতুন Operating System (Linux, Vista, Ubuntu সহ যে কোন OS) আমরা অনেকে বুটেবল সিডি তৈর… Read More
  • আপনার ডেস্কটপ মনিটরকে দিন অ্যাপলের ম্যাক অ,এস (OS) এর রূপ! এটা ইন্সটল করুন আর ডেস্কটপের মনিটর দেখুন অ্যাপলের ম্যাক আউটলুকে। আমি এইটা পেয়েছ… Read More
  • Youtube থেকে ফাইল Download করুন কোন Software ছাড়াই youtube থেকে ফাইল ডাউনলোড করুন .Mp4 ফরমেটে কোন Software ছাড়াই। যে ফাইলটি ডাউনলোড করতে চান … Read More
  • মজিলা ফায়ারফক্স-এর অজানা কিছু সর্টকাট মজিলা ফায়ারফক্স এর কিছু সাধারন সর্টকাট কী রয়েছে।অনেকের হয়ত জানা।তবে যারা যানেন না তাদের জন্য … Read More

Find us on Facebook

Categories

31,077