বাজারে কোর আই থ্রি প্রসেসরের এইচপি ব্র্যান্ড পিসি

এইচপি কোর আই থ্রি ব্র্যান্ড পিসিএইচপি কোর আই থ্রি ব্র্যান্ড পিসিসম্প্রতি বাজারে এসেছে এইচপি ২৮০ জি১ এমটি মডেলের ব্র্যান্ড পিসি। এতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের ৪১৭০ মডেলের কোর আই থ্রি প্রসেসর। এই পিসিতে আরও রয়েছে ইনটেল ৮১ চিপসেট, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার।
বাজারে এইচপির এই ব্র্যান্ড পিসি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচপি ২৮০ জি১ এমটি মডেলের পিসিটির সঙ্গে রয়েছে সাড়ে ১৮ ইঞ্চি মাপের মনিটর, এইচপি ইউএসবি কীবোর্ড, এইচপি ইউএসবি মাউস, ফ্রি ডস এবং প্যারালাল পোর্ট।
পিসিটির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। পিসির দাম পড়বে ৩৮ হাজার 

Find us on Facebook

Categories