আপনার ওয়েবসাইটকে মোবাইলে দেখার উপযোগী করুন

যুগটা আধুনিক হওয়ার কারণে বর্তমানে প্রায় সবার কাছেই স্মার্ট ফোন আছে। অনেকেই বেশিরভাগ সময় মোবাইল দিয়ে ওয়েবসাইট ভিজিট করেন। ওয়েবসাইটের মোবাইল উপযোগি ভার্শন থাকলে ভিজিটরের কম ব্যান্ডউইডথ নষ্ট হবে অপরদিকে সেই ভিজিটর নিয়মিত ভাবে ভিজিট করবে আপনার ওয়েবসাইট। ব্যাপারটি এমনভাবে করতে হবে যেন ভিজিটর মোবাইল থেকে প্রবেশ করলেই যাতে অটোমেটিক মোবাইল সংস্করনে চলে যায়।
আপনার ওয়েবসাইট জুমলা, ওয়ার্ডপ্রেস বা পানবিবি যাই হোক না কেন খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটটিকে মোবাইল উপযোগী করতে পারবেন। আমি কিছু সহজ পদ্ধতিতে আপনাদের দেখাব কিভাবে আপনার ওয়েবসাইটটি মোবাইল উপযোগী করবেন।

ওয়ার্ডপ্রেস:

ওয়ার্ডপ্রেসে সহজেই প্লাগিন দিয়ে মোবাইল উপযোগী করতে পারবেন।  এমনই একটি প্লাগিনের নাম WordPress Mobile Pack। এই প্লাগিনটির কিছু কিছু বৈশিষ্ট্য
* অটোমেটিক মোবাইল সংস্করনে নিয়ে যাবে।
* মোবাইল ভিউ থেকে কম্পিউটার সংস্করনে আসার সুইচ থাকবে।
* নোকিয়া ফোনের জন্য আলাদা থিম আছে।
* সঠিক XHTML-MP প্রদর্শন করবে।
* মোবাইলের উপযোগী অ্যাড প্রদর্শন করা যাবে।
* বারকোড উইজেট থাকায় মোবাইল থেকে বুকমার্ক করা যাবে।
* এবং আরও অন্যান্য সুবিধা।
এই প্লাগিনটি ডাউনলোড করুন এখান থেকে।

ইনস্টল পক্রিয়া:

ওয়ার্ডপ্রেসের প্লাগিন মেন্যু থেকে WordPress Mobile Pack লিখে সার্চ করুন। তারপর লিস্ট থেকে ইনস্টল করুন। অথবা উপরের লিংক থেকে ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেসের রুটে wp-content/plugins ফোল্ডারে এক্সট্রাক্ট করুন। এরপর ড্যাশবোর্ডের প্লাগিন থেকে এটিকে অ্যাকটিভ করুন।

জুমলা:

জুমলাতেও একটি এক্সটেনশন দিয়ে খুব সহজেই আপনার জুমলা সাইটকে মোবাইল উপযোগী করতে পারবেন। এরকম একটি এক্সটেনশনের নাম Mobile। এটির বিশেষ বিশেষ বৈশিষ্ট্য:
  • মাল্টি সাইট সাপোর্ট
  • অ্যাডভান্স ইমেজ কমপ্রেসন
  • ফ্লেক্সিবল লে-আউড বলে সব মোবাইল উপযোগী
  • সাব ডোমেইনে রিডাইরেক্ট
  • মোবাইলের জন্য কাস্টম ক্যাটাগরি
  • মোবাইলের জন্য আলাদা মেন্যু
  • পুরোপুরি কাস্টমাইজেশন করা যাবে।
  • এর জন্য আলাদা আলাদা এক্সটেনশন পাওয়া যায়।
এই এক্সটেনশনটি ডাউনলোড করুন এখানে ক্লিক করে। (রেজিস্ট্রেশন করতে হবে ওখানে)

Related Posts:

  • নিয়ে নিন Password Safe Pro আর আপনার সমস্ত পাসওয়ার্ড রাখুন সহজেই মনে আর সুরক্ষিত আমাদের সবার প্রাই ফোন অথবা কম্পিউটার আছে। আমরা সবাই ইন্টারনেট ব্যব… Read More
  • নিয়ে নিন Winrar premium version আপনার Android এর জন্য আর ফোন থেকেই Unzip করুন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চরম কাজের একটা Android অ্যাপ যার সাহায্… Read More
  • নিয়ে নিন Wifi mouse Pro আর Android দিয়েই কন্ট্রোল করুন আপনার পিসি অথবা ল্যাপটপ কে আমাদের প্রাই অনেকের এই ডেক্সটপ অথবা কার ল্যাপটপ আছে।আমরা প্রাই স… Read More
  • আজকে থেকে যে কোন Android ফোন রুট করুন মাত্র কয়েক সেকেন্ড এই আমাদের প্রাই সবাই মোবাইল ফোন আছে,কারও Android কারও Iphone । রুট শব্দটি অ্যান্ড্রয… Read More
  • নিয়ে আপনার Android এর জন্য চরম একটা গেম, Subway Surfers এর চেয়েও মজা পাবেন খেলে একবার খেলে দেখুন বারবার খেলতে মন চাইবে আমরা প্রাই সবাই আমাদের মোবা… Read More

Find us on Facebook

Categories

31,051