ফটোশপ এর যাদু [পর্ব-৩২]

ফটোশপ এর যাদু [পর্ব-৩২]

গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়।
আজ আমরা শিখব কিভাবে ফটোশপে লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম,তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
প্রথমে ফটোশপ চালু করুন...

এবার Menubar থেকে File>New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন, অথবা নিচে আমার দেখানো মত পেজ নিতে পারেন।

এবার সাদা পেজকে কালো কালার দ্বারা ফিল করতে হলে টুলবার থেকে Forground color ( black ) আর Background color ( White )সিলেক্ট করে, কী-বোর্ড থেকে Ctrl+Backspace চাপ দিন তাহলে আমাদের তৈরি করা সাদা পেজটা কালো কালো রঙ-এ ফিল হবে, নিচের মত করে।

এবার টুলবার থেকে Text Tool সিলেক্ট করে আপনার যা ইচ্ছা টা লেখুন । নিচে আমি TECHTUNES লিখলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন।

এবার Layer প্যালেট থেকে Create a New Layer এ ক্লিক করুন...।

এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করে TECHTUNES টেক্সট এর উপরে ইচ্ছা মতো কালার দিন ।নিচের মত করে।

এবার আমাদের উপরে রং করা TECHTUNES টেক্সট এর gaussian blur অ্যাড করতে হলে, নিচের নিয়ম অনুসারে কাজ করুন।

এখন লেয়ার প্যালেট থেকে blend mode থেকে overlay সিলেক্ট করুন। নিচে ছবিটা ভালো করে খেয়াল করুন...

তাহলে ফাইনাল ইমেজ নিচের মত হবে যদি উপরের নিয়ম গুলো ভালো ভাবে করে থাকেন।

পরিশেষে File>Save As> ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার কাজ করা ছবিটি

Related Posts:

  • ফটোশপ এর যাদু [পর্ব-৩২] ফটোশপ এর যাদু [পর্ব-৩২] গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে… Read More

Find us on Facebook

Categories

31,054