কম্পোনেন্ট টেষ্ট করার জন্য একটি ছোট টেষ্ট মিটার বানিয়ে নিন!
আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি তারা সবাই এভো মিটার ব্যবহার করি! এই AVO ( A=Ampear, V=Volt, O=Ohom) মিটারের সাহায্যে আমরা কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি! এভো মিটারের রেজিস্ট্যান্সের স্কেল অর্থাত্‍ ওহম মিটার ব্যবহার করে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের যেকোন কম্পোনেন্ট বা পার্টসের ভালো মন্দ পরীক্ষা করা যায়! এবার কম্পোনেন্ট টেস্ট করার জন্য এভো মিটার আর দরকার হবে না! আপনি নিজেই তৈরী করুন একটি কম্পোনেন্ট টেস্টার!

এর জন্য আপনাকে কয়েকটি কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে!

  • 1. 390 ওহমের রেজিস্ট্যান্স যার কালার কোড হলো, কমলা সাদা বাদামি সোনালী! 1/4 বা 1/2 ওয়াট হলেই হবে!
  • 2. একটি লাল কালারের 5mm সাইজের LED বাল্ব!
  • 3. ছোট 9 ভোল্টের অ্যালকালাইনের ব্যাটারী ক্লিপ সহ ! অর্থাত্‍ যেই 9 ভোল্টের ব্যাটারী এভো মিটারের ভিতর থাকে!
  • 4. লাল কালো তার সহ ছোট দুটি লাল কালো কালারের ক্লিপ যেটি দিয়ে কম্পোনেন্টের সাথে সংযোগ করবেন!
  • 5. একটি PCB অথবা মোটা কাগজ যার ওপর আপনি এই কম্পোনেন্ট গুলো সেট করবেন! এবার নিচের চিত্রের মতো করে সংযোগ দেন!

একটু লক্ষ্য করুন:

১। রেজিস্ট্যান্স যেভাবে পরিমাপ করবেন:

  • * ০ থেকে ১কিলোওহমের রেজিস্ট্যান্স পরিমাপ করলে LED ভালোভাবে জ্বলবে।
  • * ১ থেকে ১০ কিলোওহমের রেজিস্ট্যান্স পরিমাপ করলে LED হালকাভাবে জ্বলবে।
  • * ১০ কিলোওহমের বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করলে LED জ্বলবে না।

২। ভেরিএবল রেজিস্ট্যান্স যেভাবে পরিমাপ করবেন:

  • * শেষের দুই ট্রাকে লাল কালো ক্লিপ ধরলে LED জ্বলবে তবে এটি নির্ভর করবে রেজিস্ট্যান্সের মানের ওপর। প্রথম ও শেষের একটি ট্রাকে ধরলে LED জ্বলবে এবং এ্যাডজাষ্টমেন্ট অনুযায়ী আলো কমবেশি হবে। তবে এটি ০ থেকে ১০ কিলোওহমের রেজিস্ট্যান্সের মধ্যে হতে হবে। ১০ কিলোওহমের উপরে গেলে LED জ্বলবে না।

৩। ডায়োড যেভাবে পরিমাপ করবেন:

  • * ক্যাথোডে কালো ও এ্যানোডে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না।

৪। জেনার ডায়োড যেভাবে পরিমাপ করবেন:

  • * ক্যাথোডে কালো ও অ্যানোডে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED হালকা জ্বলবে। তবে ডায়োডের মান ৭ ভোল্ট এর নিচে হতে হবে।
  • * ৭ ভোল্টের উপরে গেলে ক্যাথোডে লাল ও অ্যানোডে কালো ক্লিপ ধরলে LED জ্বলবে না।

৫। LED ও ল্যাম্প যেভাবে পরিমাপ করবেন:

  • * LED হলে দুই LED জ্বলবে। উল্টা করে ধরলে কোন LED জ্বলবে না।
    * ল্যাম্প হলে শুধু LED জ্বলবে।

৬। ট্রানজিস্টর যেভাবে পরিমাপ করবেন:

  • * NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে, কালেক্টর ও ইমিটরে যেভাবেই ক্লিপ ধরেন না কেন LED জ্বলবে না। বেস ও কালেক্টরের ক্ষেত্রে, বেস এ লাল ও কালেক্টরে কালো ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না। বেস ও ইমিটরের ক্ষেত্রে, বেস এ লাল ও ইমিটরে কালো ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না।
  • * PNP ট্রানজিস্টরের ক্ষেত্রে, কালেক্টর ও ইমিটরে যেভাবেই ক্লিপ ধরেন না কেন LED জ্বলবে না। বেস ও কালেক্টরের ক্ষেত্রে, বেস এ কালো ও কালেক্টরে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না। বেস ও ইমিটরের ক্ষেত্রে, বেস এ কালো ও ইমিটরে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না।

৭। ক্যাপাসিটর যেভাবে পরিমাপ করবেন:

  • * ১ মাইক্রো ফ্যারাডের নিচে হলে LED জ্বলবে না। তবে কানেকশন ব্রোকেন থাকলেও LED জ্বলবে না।
  • * ১ মাইক্রো ফ্যারাডের উপরে পোলারিস্ট ক্যাপাসিটারে লাল ক্লিপ (+) এ ও কালো ক্লিপ( -) এ প্রথমবার ধরলে LED একবার ফ্লাশ দিবে। উল্টা করে ধরে আবার সিধে করে ধরলে আবার LED একবার ফ্লাশ দিবে।
  • * ১০০ মাইক্রো ফ্যারাডের বেশি হলে LED একবার বেশি সময় ধরে ফ্লাশ দিবে।

৮। ফটো রেজিস্ট্যান্স বা LDR যেভাবে পরিমাপ করবেন:

  • *LDR এ আলো ধরলে LED জ্বলবে। অন্ধকারে LED জ্বলবে না।

৯। সুইচ যেভাবে পরিমাপ করবেন:

  • * অন করে ক্লিপ দুটি ধরলে LED জ্বলবে। অফ করে ক্লিপ দুটি ধরলে LED জ্বলবে না।

১০। লাউড স্পিকার, ইন্ডাক্টর, রিলে কয়েল ও তারের ক্ষেত্রে LED জ্বলবে।

Related Posts:

  • কম্পিউটার হ্যাং?? :: কারণ কম্পিউটার হ্যাং?? :: কারণ …• কম্পিউটার RAM পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার RAM অঞ্চলে। আর এই RAM’র পরিমাণ কম… Read More
  • কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করুন কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করুন :: আমাদের প্রত্যেকের কম্পিউটারেই ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে। যেগুলো আপনার অনুপস্থিতিতে অন্য কেউ পেন… Read More
  • শর্টকাট ভাইরাস থেকে স্থায়ী মুক্তির সহজ উপায় :: শর্টকাট ভাইরাস থেকে স্থায়ী মুক্তির সহজ উপায় :: হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না… Read More
  • How increase your PC speed:: How increase your PC speed:: প্রেস করুন উইন্ডোজ কী+R রান কমান্ড আসবে। লিখুন একটি একটি করে tree, prefetch, temp, %temp%, cookies, recent. এন্টার দিন… Read More
  • Blue Screen of Death (BSOD):: Blue Screen of Death (BSOD):: A Blue Screen of Death, also called a STOP Error, will appear when an issue is so serious that Windows must stop co… Read More

Find us on Facebook

Categories

31,077