গ্রাফিক্স কার্ডের জগতে ঝড় তুলতে আসছে AMD এর ডুয়াল জিপিউ মনস্টার

AMD ডূয়াল জিপিইউ রেডিয়ান সিরিজের এই গ্রাফিক্স কার্ড তৈরি করেছে। এর মাধ্যমে তারা গ্রাফিক্স কার্ড দুনিয়ায় আধিপত্য বিস্তার করতে চায় । GeForce GTX 680 graphics board যা কিনা বাজারের সব থেকে ভালো গ্রাফিক্স কার্ড। বলতে হবে ছিলো। কেননা এই মাসের ১৭ এপ্রিল বাজারে আসছে   AMD ডূয়াল জিপিইউ রেডিয়ান HD 7990.  তাঁরা এটিকে বলছে ডূয়াল GPU Monster
এটির GPU – ( গ্রাফিক্স প্রসেসিং ইউনিট  অথবা বিস্যুয়াল প্রসেসিং ইউনিট ) কোর ক্লক 1 GHz . এর মেমোরি স্পীড 1250 MHz .  এছাড়া এতে আর ও আছে 6GB  GDDR5 memory ( GDDR5  – Graphics Double Data Rate, version 5   ).  এটির ডিজাইন ও চমৎকার। এর প্রাথমিক দাম ধরা হয়েছে 636.62 Euro ।
এটি তৈরিতে ব্যাবহার করা হয়েছে পিসিআই এক্সপ্রেস ৩.০ । এছাড়া এতে আর ও থাকছে ৮ টি পিন বিশিষ্ট PCIe  পাওয়ার কানেক্টর । সঙ্গে ৪ টি মিনি ডিস্প্লে কানেক্টর । মনিটরের সঙ্গে সংযোগের জন্য আছে ডুয়াললিঙ্ক DVI  আউটপুট । এটি তৈরিতে ব্যাবহার করা হয়েছে   Tahiti XT 28nm chips

Find us on Facebook

Categories